নেইমারকে ব্রাজিলের অধিনায়ক দেখতে চান না সাবেক ফুটবলার

নেইমারকে ব্রাজিলের অধিনায়ক হিসেবে দেখতে চান না এডমিলসন। ছবি: এএফপি
নেইমারকে ব্রাজিলের অধিনায়ক হিসেবে দেখতে চান না এডমিলসন। ছবি: এএফপি

কোপা আমেরিকার জন্য দুই দিন আগেই ২৩ জনের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। লেফট ব্যাক পজিশনে অ্যালেক্স তেলেসকে নেননি তিতে। ডিফেন্সিভ মিডফিল্ডে ফাবিনহোও সুযোগ পাননি। এ দুই সিদ্ধান্ত বাদে তিতের স্কোয়াড নিয়ে কারও মনে কোনো প্রশ্ন নেই। বরং অধিনায়ক কে হবেন সেটা নিয়েই প্রশ্ন তুলেছেন এডমিলসন।

২০১৮ বিশ্বকাপের আগে প্রতি ম্যাচে নতুন কারও হাতে অধিনায়কের আর্মব্যান্ড পরানোর রীতি চালু করেছিলেন তিতে। কিন্তু মূল অধিনায়ক যে নেইমার সেটা নিয়েও কোনো সন্দেহের অবকাশ রাখেননি কোচ। ২০০২ বিশ্বকাপ জয়ী এডমিলসন এই কোপাতে এমন কিছু দেখতে চান না। বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডার/সেন্টারব্যাকের দাবি ব্রাজিল দলকে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় নেই নেইমার।

নেইমারের মাঠের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠেনি কখনো। কিন্তু মাঠের বাইরে নানা বিতর্ক ও গত বিশ্বকাপের পর থেকে নেইমারের ডাইভ নিয়ে অনেক আলোচনা হয়েছে। খেলা ছেড়ে বাইরের ঘটনায় নেইমারের এভাবে খবর হওয়াতে ক্ষিপ্ত হয়ে অনেক ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমই কোপার দল থেকে তাঁকে বাদ দেওয়ার পক্ষে ছিলেন। তিতে এত বড় সিদ্ধান্ত নিতে আগ্রহ দেখাননি। এডমিলসনও তেমন সিদ্ধান্তের পক্ষে নন। তবে অন্তত নেইমারের অধিনায়কত্ব কেড়ে নেওয়ার পক্ষে মত দিয়েছেন এডমিলসন।

ব্রাজিল দলে থিয়াগো সিলভার মতো সাবেক অধিনায়ক আছেন। দানি আলভেজের মতো অভিজ্ঞ খেলোয়াড়ও আছেন। এদের উপস্থিতিতে নেইমারকে আর্মব্যান্ড না দেওয়ার পক্ষে এডমিলসন, ‘এটা এমন এক স্কোয়াড যেখানে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এবং যাদের অনেকেই আগে অধিনায়ক ছিল। আমার মতে নেইমারের কাছে আর্মব্যান্ড দেওয়ার সঠিক সময় না এটি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত তিতেকেই নিতে হবে।’

তিতের সিদ্ধান্ত কী সেটা পরেই জানা যাবে। তবে এডমিলসন নিজের সিদ্ধান্তের পেছনে যুক্তি দিয়েছেন, ‘আমার মতে জাতীয় দলের অধিনায়ক হতে এমন একজনকে যে মাঠ ও মাঠের বাইরে আদর্শ হতে পারে। দুর্ভাগ্যজনকভাবে নেইমার টানা ম্যাচ খেলতে পারছে না এখন যাতে সে স্বভাবজাত নেতৃত্ব ফিরে পাবে।’

নেইমার নিয়ে চিন্তিত হলেও কোপা আমেরিকায় ব্রাজিল দলের সাফল্য নিয়ে আশাবাদী এডমিলসন, ‘স্কোয়াড নিয়ে বিতর্ক হবেই। খেলোয়াড়দের মধ্যে বৈচিত্র্য আছে, প্রত্যেক পজিশনে ভালো বিকল্প আছে। এটা পরিষ্কার যে ঘরের মাঠে কোপা আমেরিকা জেতানোর চাপ অনুভব করছে তিতে। শিরোপা এনে দেওয়ার জন্য কোচ এদেরই যোগ্য মনে করেছেন।’