কোচকে ভুল প্রমাণ করতে চান পাকিস্তানি পেসার

বিশ্বকাপে পাকিস্তান দলে ওয়াহাব রিয়াজের থাকাটা বড় চমকই। ছবি: এএফপি
বিশ্বকাপে পাকিস্তান দলে ওয়াহাব রিয়াজের থাকাটা বড় চমকই। ছবি: এএফপি
>প্রায় দুই বছর বাদে পাকিস্তান দলে ফিরেছেন পেসার ওয়াহাব রিয়াজ। তাও আবার সরাসরি বিশ্বকাপের দলে। সুযোগ পেয়ে কোচ মিকি আর্থারকে ভুল প্রমাণ করতে চান বলে জানিয়েছেন তিনি

শেষ মুহূর্তে পাকিস্তানের বিশ্বকাপ দলে এসেছে বড় পরিবর্তন। আমিরের সঙ্গে দলে ঢুকছেন আরেক বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ ও ব্যাটসম্যান আসিফ আলী। এই তিনজনকে নিতে গিয়ে বাদ পড়তে হয়েছে আবিদ আলী, ফাহিম আশরাফ ও জুনায়েদ খানকে।

আমিরের অন্তর্ভুক্তিটা প্রত্যাশিত হলেও ওয়াহাব রিয়াজ কিন্তু বড় চমক। অভিজ্ঞ এ পেসার বিশ্বকাপের জন্য ২৩ জনের প্রাথমিক দলেই ছিলেন না। ইংল্যান্ডের বিপক্ষে শেষ চার ম্যাচে ওয়ানডে সিরিজেও তাঁর নাম গন্ধ ছিল না। পাকিস্তান দলে শেষ খেলেছেন ২০১৭ সালের জুনে চ্যাম্পিয়নস ট্রফিতে। অনেকেই জাতীয় দলের জার্সিতে ওয়াহাবের শেষও দেখে ফেলেছিলেন। কিন্তু অবাক করে দিয়ে সেই ওয়াহাবই ঢুকলেন বিশ্বকাপের দলে। শুধু তাই নয়। দেশ ছাড়ার আগে আগে সংবাদ সম্মেলনে কোচ মিকি আর্থারের উদ্দেশে বলেছেন, এত দিন দলের বাইরে রাখায় কোচের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করবেন তিনি।

গত বছরের এপ্রিলে ওয়াহাবের উদ্দেশে আর্থার বলেছিলেন, ‘ওয়াহাব এমন একজন খেলোয়াড়, যে কিনা শেষ দুই বছরে কোনো ম্যাচ জেতাতে পারেননি।’ তবে ঘরোয়াতে ওয়াহাবের পারফরমেন্সটা খারাপ নয়। পাকিস্তান কাপে ৫ ম্যাচে উইকেট পেয়েছেন ১০টি। ৪.৬০ ইকোনমিতে রান দিয়ে তাঁর দল খাইবার পাখতুনের শিরোপা জয়ে রেখেছেন বড় অবদান। সে জন্যই কিনা শেষ মুহূর্তে নির্বাচকদের বিবেচনায় নাটকীয় ভাবে বিশ্বকাপে ওয়াহাব। তাঁকে দলে নেওয়া সম্পর্কে প্রধান নির্বাচক ইনজামাম বলেছিলেন, ‘এই মুহূর্তে ইংল্যান্ডের উইকেটগুলোর যে অবস্থা, তাতে ওয়াহাব আদর্শ বোলার।’

এদিকে চূড়ান্ত দলে সুযোগ পেয়ে মাঠে নামার অপেক্ষায় ওয়াহাব। খেলার সুযোগ পেলে কোচকে ভুল প্রমাণ করতে পারবেন বলে আশাবাদী তিনি, ‘আমি যে কষ্টের মধ্যে দিয়ে সময় পার করেছি তা কোনো ভাবেই ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ইতিহাস নিয়ে আমি পড়ে থাকতে চাই না। এখন আমরা ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে যাচ্ছি। খেলোয়াড়দের কাছ থেকে সর্বোচ্চটা বের করাই কোচের কাজ এবং কোচ সে সব খেলোয়াড়কেই দলে যান, যারা ম্যাচ জেতাতে পারবেন। আমিও সেই দলে থাকতে চেয়েছিলাম। কিন্তু পার্থক্যটা হলো দুই বছর দলের বাইরে ছিলাম। আমি এখন আর্থারকে ভুল প্রমাণ করতে চাই এবং নিজের সুযোগের সদ্ব্যবহার করতে চাই।’

ওয়াহাব যদি নিজের কথা রাখতে পারেন, তা হলে পাকিস্তান দলের জন্য তো মঙ্গল অবশ্যই।