বিশ্বকাপে কোহলিকে নিশানা করেছেন এই ইংলিশ পেসার

কোহলিতে নজর আর্চারের। ছবি : টুইটার
কোহলিতে নজর আর্চারের। ছবি : টুইটার
>ওয়েস্ট ইন্ডিজে জন্ম নেওয়া পেসার জফরা আর্চারকে নিয়েই বিশ্বকাপ খেলতে যাচ্ছে ইংল্যান্ড। বিশ্বকাপে যাওয়ার খবর শোনামাত্রই নিজের লক্ষ্য স্থির করে ফেলেছেন এ পেসার—আউট করতে চান ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে

বার্বাডোজে জন্ম নেওয়া জফরা আর্চার ওয়েস্ট ইন্ডিজের হয়ে বয়সভিত্তিক দলে খেলেছিলেন। ক্যারিয়ারের একদম শুরু থেকে সাসেক্সের হয়ে ইংলিশ কাউন্টিতে খেলতেন এই তারকা। ওয়েস্ট ইন্ডিজের মূল দলে সুযোগ না পাওয়ার কারণে ইংল্যান্ডে খেলার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছিল আর্চারের সামনে। ইংল্যান্ডের নিয়ম হলো, কোনো তারকা পাঁচ বছর কাউন্টিতে খেললে এবং অন্য কোনো জাতীয় দলের হয়ে অভিষিক্ত না হলে, তাঁকে ইংল্যান্ড জাতীয় দলের জন্য বিবেচনা করা যেতে পারে। সে সুযোগটা নিয়েই আর্চারকে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ দলে নিয়েছে ইংলিশরা। বিশ্বকাপে নিজের গতি দিয়ে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে আউট করতে চান আর্চার, ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন এ পেসার।

আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দুই মৌসুম খেলেছেন আর্চার। দুই মৌসুমে কোহলিকে বল করতে পারার সুযোগ পেয়েছেন মাত্র দুবার। সে দুই বলের এক বল হয়েছে লেগ বাই, আরেক বলে কোহলি এক রান নিয়েছেন। কোহলিকে আউট করার স্বপ্ন পূরণ হয়নি আর্চারের। আর্চার বেশ ভালোই জানেন, বিশ্বমঞ্চে নিজের আগমন জানান দিতে বড় কোনো ব্যাটসম্যানকে আউট করার সুফল বেশি। বিশ্বকাপের মতো আকর্ষণীয় মঞ্চেই কোহলিকে আউট করে নিজের ওপর আলো টেনে নিতে চান এ তারকা, ‘আমি কোহলিকে আইপিএলে আউট করতে পারিনি। আমি অবশ্যই চাইব বিশ্বকাপে ওকে আউট করতে!’

বিশ্বকাপ দলে কীভাবে ডাক পেলেন? নিজের সে স্বর্গীয় মুহূর্তটার কথাও স্মরণ করেছেন আর্চার, ‘আমি তখন গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ দেখলাম আমার ফোনটা কাঁপছে। কে ফোন করেছেন সেটা না দেখেই আমি কল রিসিভ করলাম। তখন নির্বাচক অ্যাড স্মিথ তাঁর পরিচয় জানিয়ে আমাকে বললেন, আমি বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছি। ব্যাপারটা আমার জন্য অনেক আনন্দদায়ক!’