পর্তুগাল-ইতালি ম্যাচের গুঞ্জন নিয়ে যা বললেন সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। ফাইল ছবি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। ফাইল ছবি
>২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে ঢাকায় পর্তুগাল-ইতালি প্রীতি ম্যাচ আয়োজনের খবর বেরিয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দেওয়া হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। তবে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা দুটি ইউরোপীয় দল এনে প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে।

আগামী বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে বেশ বড় পরিসরে ক্রীড়া উৎসব পালন করার পরিকল্পনা করেছে ক্রীড়া মন্ত্রণালয়। সোমবার একটি টেলিভিশন চ্যানেলে খবর বেরিয়েছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকায় নাকি পর্তুগাল ও ইতালির মধ্যকার একটি প্রীতি ম্যাচ আয়োজিত হবে। আর এতে খেলবেন বিশ্বসেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। খবরটি স্বাভাবিকভাবেই আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এ ম্যাচ হবে কি না, তা ভবিষ্যৎই বলে দেবে। তবে আপাতত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেওয়া হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। তবে বাফুফেও চায় দুটি ইউরোপিয়ান দলকে নিয়ে এসে প্রীতি ম্যাচের আয়োজন করতে। সেটি জাতীয় দলও হতে পারে, হতে পারে বিখ্যাত কোনো ক্লাবও।

বুধবার সন্ধ্যায় মহানগরী ফুটবল লিগ কমিটির পক্ষ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সালাউদ্দিন। সেখানে গণমাধ্যমের কাছে পর্তুগাল-ইতালি ম্যাচের গুঞ্জনটি সঠিক নয় বলে জানিয়েছেন তিনি, ‘এই বিষয়টা (পর্তুগাল-ইতালি ম্যাচ) আমরা যতক্ষণ নিশ্চিত না হব, ততক্ষণ পর্যন্ত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে কোনো অনুমোদন চাইব না। সুতরাং যে খবরটি আসছে তা সঠিক নয়। আনুষ্ঠানিকভাবে এখনো কোনো আলোচনা হয়নি। যেটা হয়েছে, আমরা বলেছি চেষ্টা করে দেখি। এখানে কয়েকটা বিষয় আছে। আগামী বছর বিশ্বকাপ বাছাইপর্ব আছে, সামনে কোপা আমেরিকা আছে। এ জন্য আমরা আনুষ্ঠানিকভাবে কোনো প্রচেষ্টা দেখাইনি। আমরা ওয়ার্কআউট করেছি, দেখি শেষ পর্যন্ত কী সম্ভব হয়। বড় ক্লাব নিয়েও কাজ করা হচ্ছে।’

এর আগে বাফুফে অবশ্য জানিয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে তিনটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। সাফ চ্যাম্পিয়নশিপকে বঙ্গবন্ধুর নামে ঢাকায় করার ইচ্ছে আছে তাদের। সাফের কংগ্রেসে অন্যান্য দেশগুলোর মৌখিক সম্মতিও পাওয়া গেছে। এ ছাড়া বঙ্গবন্ধু গোল্ডকাপের সঙ্গে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৫ ফুটবলের আয়োজনের ইচ্ছে আছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থার। এ ছাড়া ‘মুজিব বর্ষে’ বঙ্গবন্ধুর নামে প্রথমবারের মতো বাংলাদেশ গেমস আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।