বিব্রতকর প্রশ্নটা শুনতেই হলো কোহলিকে

ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে প্রশ্ন শুনতেই হলো দুই অধিনায়ককে। ছবি: এএফপি
ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে প্রশ্ন শুনতেই হলো দুই অধিনায়ককে। ছবি: এএফপি

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে কি না, এ নিয়ে সন্দেহ ছিল কদিন আগেও। কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় আধা সামরিক বাহিনীর ওপর আত্মঘাতী হামলা করেছিল জঙ্গিরা। ৪০ জন সৈনিকের মৃত্যুর দায়টা পাকিস্তানের ওপরই দিয়েছিল ভারত। সে ইস্যুতে ২০১৯ বিশ্বকাপের ম্যাচ বয়কটের পরামর্শও দিয়েছিল অনেক। এমনকি অনেক সাবেক ক্রিকেটারও সে দলে ছিলেন।

দুই দেশের রাজনৈতিক দ্বৈরথ শেষ পর্যন্ত বিশ্বকাপের ম্যাচে আঁচড় ফেলেনি। সবকিছু ঠিক থাকলে ১৬ জুন ওল্ড ট্রাফোর্ডে দেখা হবে ভারত ও পাকিস্তানের। আজ বিশ্বকাপের আগে ১০ অধিনায়কের মুখোমুখি হওয়ার অনুষ্ঠানে তবু ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক পরিস্থিতি উঠে এল, উঠল সেই বিব্রতকর প্রশ্ন ধরেই, ‘কেন দ্বিপক্ষীয় সিরিজে দেখা হয় না ভারত ও পাকিস্তানের? কেন দুই দেশ নিজেদের মাঠে আয়োজন করতে পারে না বহু আকাঙ্ক্ষিত এই এই ম্যাচ?’

এমন এক প্রশ্নের উত্তরে সরফরাজ কিছু বলেননি। কারণ প্রশ্নটা করা হয়েছিল শুধু কোহলিকে। এর উত্তরে কোহলি খুবই ঠান্ডা মাথায় বলে দিয়েছেন, এ বিষয়ে কথা বলা তাঁর পক্ষে সম্ভব নয়, ‘আমি এ প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্য লোক নই, এটা বোর্ডের ব্যাপার। সংবাদ সম্মেলনে এ প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমাদের দেওয়া হয়নি।’ এরপর কিছুক্ষণ চুপ থেকে কোহলি এ বিষয়ে নিজের মতামত আবার জানিয়ে দিয়েছেন, ‘আমার ব্যক্তিগত মতের কোনো দাম নেই এখানে।’

ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে আলোচনার শুরুটা অবশ্য মজার এক বিষয় দিয়ে। প্রতি বিশ্বকাপেই এ ম্যাচ নিয়ে আগ্রহ থাকে। সবার আগে এ ম্যাচের টিকিটই শেষ হয়। তো একজন প্রশ্ন করেছিলেন এ ম্যাচের টিকিট সবাই খুঁজছে, এ ম্যাচ নিয়ে সবার আগ্রহ কীভাবে দেখেন কোহলি ও সরফরাজ? এর মধ্যেই ইংলিশ অধিনায়ক এউইন মরগান কোহলির কাছে আবদার করে বসলেন, ‘টিকিট আছে?’ সরফরাজ সঙ্গে নিরাপদ অবস্থানে চলে গেলেন, ‘খুব দ্রুত হোয়াটস অ্যাপ নম্বর বদলাতে হবে আমার!’

হাসি ঠাট্টা পর্ব শেষে সিরিয়াস হয়েছেন কোহলি, ‘ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সব সময় অনেক আগ্রহ থাকবে। কিন্তু আমরা সব সময় বলি, ভক্তরা যেভাবে ম্যাচটা দেখে খেলোয়াড়েরা সেভাবে খেলে না। হ্যাঁ, আমরাও যখন মাঠে ঢুকি সমর্থকদের সে উত্তেজনা অনুভব করি। কিন্তু খেলা শুরু হতেই সবকিছু পেশাদারি ভঙ্গিতে এগোয়। আমাদের কাছে এটা আরেকটা ম্যাচ যেটা জিততে হবে। আমি জানি আমরা সব সময় এটা বলি, কিন্তু এটাই সত্যি।’

এরপরও পাকিস্তান ম্যাচ নিয়ে প্রশ্ন করা হয়েছে কোহলিকে। এ ম্যাচ নিয়ে আলাদা কোনো কিছু ভাবছে কি না ভারত? এ প্রশ্নের উত্তরেও কোহলি বলে দিয়েছেন শুধু এক দলকে নিয়ে চিন্তা করলে বিশ্বকাপ জেতা সম্ভব নয়, ‘পাকিস্তানের ম্যাচকে আলাদা করে দেখছি না। কোনো ম্যাচকে আলাদা করে দেখা যায় না। এখানে এমন ১০ দল খেলছে যারা নিজেদের দিনে যে কাউকে হারাতে পারে। এটাই এ বিশ্বকাপের সৌন্দর্য। আমরা দল হিসেবে চাইছি ভালো ক্রিকেট খেলতে যাতে ভালো অবস্থানে থাকতে পারি। আপনি অন্য কোনো বিষয়ে বেশি চিন্তা করলে মনোযোগ ধরে রাখা যাবে না। কারণ সব দলই খুব শক্তিশালী। আমি নিশ্চিত সব দলই নিজেদের শক্তি নিয়ে ভাবছে, আর নির্দিষ্ট দিনে প্রতিপক্ষের চেয়ে নিজেদের সেরা প্রমাণ করার চেষ্টাই করবে।’