চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের কারণ জানালেন পিকে

সে ম্যাচের হতাশা এখনো ভোলেননি পিকেরা। ফাইল ছবি
সে ম্যাচের হতাশা এখনো ভোলেননি পিকেরা। ফাইল ছবি

আরেকটি শিরোপা জয়ের দোরগোড়ায় বার্সেলোনা। আগামীকাল ভ্যালেন্সিয়ার বিপক্ষে কোপা দেল রের ফাইনাল খেলবে বার্সেলোনা। টানা পঞ্চমবারের মতো স্প্যানিশ কাপ জয়ের অপেক্ষায় দলটি। এমন অর্জনের সামনে দাঁড়িয়েও হাতছাড়া হওয়া আরেকটি শিরোপার কথা ভুলতে পারছে না বার্সেলোনা। এখনো জেরার্ড পিকেদের পোড়াচ্ছে চ্যাম্পিয়নস লিগের ব্যর্থতা।

টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে বার্সেলোনা। এবার লিভারপুলের বিপক্ষে প্রথম লেগে ৩-০ গোলের অগ্রগামিতা হাতছাড়া করে অবিশ্বাস্যভাবে বিদায় নিয়েছে বার্সেলোনা। স্প্যানিশ সম্প্রচার প্রতিষ্ঠান এল পাইসের সঙ্গে সাক্ষাৎকারে নিজের মতো করে লিভারপুলের কাছে হারের কারণটা ব্যাখ্যা করেছেন জেরার্ড পিকে।

লিভারপুলের বিপক্ষে বার্সেলোনার বিদায়ের সম্ভাবনা কেউ ভেবে দেখেননি। লিভারপুলের কোনো অ্যাওয়ে গোল করতে না পারা ও মূল দুই ফরোয়ার্ডের না থাকা পিছিয়ে দিয়েছিল ইংলিশ ক্লাবটিকে। কিন্তু সব বাধা দূর করে বার্সেলোনাকে ৪ গোল দিয়েছে লিভারপুল। যে ম্যাচ সবাইকে আগের মৌসুমের রোমার কথা মনে করিয়ে দিয়েছে। ২০১৭/১৮ মৌসুমে এএস রোমাকে ঘরের মাঠে ৪-১ গোলে হারিয়েছিল বার্সেলোনা। কিন্তু রোমার মাঠে সে দলই ৩ গোল খেয়ে বিদায় নিয়েছিল।

পিকে নিজেই বললেন রোমার বিপক্ষে সে ম্যাচ প্রভাব ফেলেছিল এবারও! এল পাইসে বলেছেন, ‘প্রথম গোল এত দ্রুত খাওয়ায়, এটা অবশ্যম্ভাবী যে অবচেতনভাবে রোমার বিপক্ষে যা হয়েছিল সেটা মাথায় আসবে। এরপর দুটি গোল খুব দ্রুত হয়ে গেল, এক বছর আগে যা হয়েছিল একদম তার মতোই সবকিছু মনে হচ্ছিল। এটা পরিষ্কার যে মানসিক একটা বাধা ছিল কিন্তু আমরাও নিজেদের ফুটবল খেলিনি। ওরা খুব ওপরে উঠে প্রেস করছিল, দারুণ আগ্রাসী ছিল এবং অ্যানফিল্ডের দর্শকও প্রভাব রেখেছে...’

চাপের মুখে বার্সেলোনা কতটা অসহায় হয়ে পড়েছিল সেটা প্রকাশ পেয়েছে পিকের কণ্ঠে, ‘আমরা চাপটা নিতে পারিনি। মাঝে মাঝে এটা হয়। এটা আসলেই খুব কঠিন এক দিন ছিল। এ ধাক্কা মানসিকভাবে কাটিয়ে ওঠা খুব কঠিন ছিল কারণ, এ হার ভুলতেই পারছিলাম না আমরা। এটা এমন এক ধস যেটা আমাদের সঙ্গী হয়ে ছিল অনেক দিন। কিন্তু আপনাকে এসব ভুলে এগোতে হবেই।’

চ্যাম্পিয়নস লিগে ব্যর্থ হলেও ঘরোয়া ফুটবলে দাপট দেখিয়েই যাচ্ছে বার্সেলোনা। গত মৌসুমে ডাবল জিতেছিল তারা, এ মৌসুমেও সে পথে আছে। রিয়াল মাদ্রিদের ব্যর্থতার মাঝে বার্সেলোনার এমন সাফল্যের কারণটাও ব্যাখ্যা করেছেন পিকে, ‘যখন দুই দলের কেউ একজন যে কোনো কারণেই হোক ভালো করে না, তখন সেটা অন্য দলকে বেশি সুযোগ করে দেয়। আমরা অনেক ধারাবাহিক ছিলাম এবং আমাদের ফলাফলে পরিপূর্ণ ছিলাম। আমার ধারণা ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায় এ ক্ষেত্রে প্রভাব রেখেছে। কারণ ফুটবলকে অনেক দিক থেকেই দেখা যায় আর তার একটি হলো পরি সংখ্যান। আপনার এমন একজন লাগবে যে বছর জুড়ে গোল এনে দেয়। ওরা এ দিক দিয়ে দুর্বল ছিল।’