লেজের ব্যাটসম্যানদের প্রতি কৃতজ্ঞতা কোহলির

দল নিয়ে মাঠ ছাড়ছেন কোহলি। ছবি: এএফপি
দল নিয়ে মাঠ ছাড়ছেন কোহলি। ছবি: এএফপি
প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেও লোয়ার অর্ডার ব্যাটিংয়ের প্রশংসা করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। প্রশংসা করেছেন বোলারদেরও।

প্রস্তুতি ম্যাচ বলেই সম্ভবত কোনো আলোচনা হচ্ছে না। তা ছাড়া নিউজিল্যান্ডও কালকের জয়কে হালকা চোখেই দেখছে। রস টেলর বলেছেন, প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে জয় বিশ্বকাপে কাজে আসবে কমই। কিন্তু বিরাট কোহলিদের তো এসব কথায় কান দেওয়ার সময় নেই। ভীষণ বাজে হয়েছে টপ অর্ডার ব্যাটিং। দাঁড়াতে পারেনি মিডল অর্ডারও। শেষ অবধি লেজের ব্যাটসম্যানদের দৃঢ়তায় সংগ্রহটাকে মোটামুটি ভদ্রস্থ চেহারা দিতে পেরেছে ভারত। প্রস্তুতি ম্যাচ বলে যতই উড়িয়ে দেওয়ার চেষ্টা থাকুক। ভারতীয় ব্যাটসম্যানদের এই ব্যর্থতা দুশ্চিন্তায় ফেলতে বাধ্য সমর্থকদের।

কোহলি সেটি বুঝতে পারছেন। কিন্তু ভারতীয় অধিনায়ক এরপরও ইতিবাচক। ব্যাটিং নিয়ে কাটাছেঁড়া হয়তো পরে করবেন, কাল হারের পর সবার আগে বুঝিয়ে দিলেন সতীর্থদের প্রাপ্য প্রশংসাটুকু। মেঘলা আবহাওয়ার মধ্যে ৩৯ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছিল ভারত। এখান থেকে ১৭৯ রান তোলা সহজ কথা নয়। শেষের ব্যাটসম্যানদের দৃঢ়তায় ইনিংস এতটা টানতে পেরেছে ভারত। আটে নেমে ৫৪ রান করেন রবীন্দ্র জাদেজা। ১৯ রান এসেছে কুলদীপ যাদবের ব্যাট থেকে।

ক্রিকেট বিশ্বকাপে কোনো ম্যাচে টপ অর্ডার ব্যর্থ হতেই পারে। সেদিন শেষের দিকের ব্যাটসম্যানদের দায়িত্ব বেড়ে যায়। কোহলি তা মাথায় রেখে কাল প্রশংসা করলেন লোয়ার অর্ডারের, ‘পরিকল্পনামতো সব হয়নি। তারপরও ভালো লড়াই হয়েছে। ৪ উইকেটে ৫০ থেকে ১৮০ রান (লক্ষ্য) ভালোই। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে টপ অর্ডার একদিন ব্যর্থ হতেই পারে। হার্দিক ও জাদেজার রান পাওয়া এবং ধোনির চাপ শুষে নেওয়ার ব্যাপারগুলো ইতিবাচক।’

৩৭ বলে ৩০ রান করেন পান্ডিয়া। ছয়ে নেমে ধোনি বেশ কিছুক্ষণ ছিলেন উইকেটে। আউট হওয়ার আগে ৪২ বলে করেন ১৭ রান। নিউজিল্যান্ড ৭৭ বল হাতে রেখে ম্যাচটি জিতেছে ৬ উইকেটে। কোহলি কিন্তু বোলারদেরও প্রশংসা করলেন, ‘আমরা ভালো বোলিং করেছি। ওভারপ্রতি চার-সাড়ে চার করে রান দিয়েছি। ফিল্ডাররা এবার ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে বড় ভূমিকা রাখবে। আমাদের আসলে তিনটি বিভাগেই আরও ভালো করতে হবে।’