কার্ডিফে বৃষ্টি, শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান প্রস্তুতি ম্যাচ

বৃষ্টিভেজা কার্ডিফের সোফিয়া গার্ডেন। ছবি: রানা আব্বাস
বৃষ্টিভেজা কার্ডিফের সোফিয়া গার্ডেন। ছবি: রানা আব্বাস
কার্ডিফের সেই বিখ্যাত সোফিয়া গার্ডসেনসে আজ পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামার কথা বাংলাদেশের।

মাঠটা অনেক স্মৃতিমাখা। এই মাঠেই ২০০৫ সালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। এই মাঠেই ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে আছে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহর ম্যাচজয়ী সেই অবিস্মরণীয় জুটি। সেই কার্ডিফের সোফিয়া গার্ডেনেই আজ প্রাক্‌–বিশ্বকাপ ক্রিকেট প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। হোক প্রস্তুতি ম্যাচ, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের লড়াই মানেই অন্য রকম উত্তেজনা। কিন্তু সেই উত্তেজনা আজ দর্শকেরা গায়ে মাখাতে পারবেন কি না, সে নিয়ে শঙ্কা আছে। কার্ডিফে আজ সকাল থেকেই ইলশেগুঁড়ি বৃষ্টির উৎপাত। বৃষ্টি কখনো বাড়ছে, কখনো কমছে। যদি কমে, তাহলে তো ভালোই। আর যদি না কমে, সে ক্ষেত্রে ম্যাচ পরিত্যক্ত হয়ে যেতে পারে।

এদিকে আজকের ম্যাচে মূল একাদশের বেশ কয়েকজন বিশ্রাম দেওয়ার ভাবনা আছে টিম ম্যানেজমেন্টের। মোটকথা পরীক্ষা-নিরীক্ষাই লক্ষ্য পাকিস্তানের বিপক্ষে। কিন্তু কাকে বিশ্রাম দিয়ে কাকে খেলানো হবে, সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

সোফিয়া গার্ডেন মাঠটি বাংলাদেশের জন্য সুখস্মৃতির। ছবি: রানা আব্বাস
সোফিয়া গার্ডেন মাঠটি বাংলাদেশের জন্য সুখস্মৃতির। ছবি: রানা আব্বাস

ম্যাচ শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়।