২০২০ এশিয়া কাপ পাকিস্তানে!

পরের এশিয়া কাপ হবে পাকিস্তানে। ফাইল ছবি, এএফপি
পরের এশিয়া কাপ হবে পাকিস্তানে। ফাইল ছবি, এএফপি
>

১০ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বড় দলগুলো পাকিস্তান সফর করছে না। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলা আন্তর্জাতিক ক্রিকেটকে পাকিস্তান থেকে নির্বাসনেই পাঠিয়েছে। এ অবস্থা বদলাতে চায় পাকিস্তান। এ লক্ষ্যে চলছে নানামুখী চেষ্টা। ২০২০ সালের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেতে যাচ্ছে তারা।

১০ বছর ধরেই পাকিস্তান থেকে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত। ২০০৯ সালের পর কেবল জিম্বাবুয়েই একটা সংক্ষিপ্ত ওয়ানডে সিরিজ খেলেছে পাকিস্তানের মাটিতে। এর বাইরে দীর্ঘদিন ধরেই পাকিস্তানিরা বঞ্চিত আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ থেকে। পাকিস্তান ক্রিকেট দলকেও ‘হোম’ ভেন্যু বানাতে হচ্ছে বিদেশের মাটিকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মরিয়া এ অবস্থা থেকে বেরিয়ে আসবে। চলছে নানা ধরনের চেষ্টা-তদবির। তবে এরই মাঝে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কাছ থেকে সুখবর মিলেছে। ২০২০ সালের এশিয়া কাপ আয়োজনের ভার পড়ছে পাকিস্তানের কাঁধে। গতকাল সিঙ্গাপুরে এসিসির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

সভায় পিসিবির সভাপতি এহসান মানি ও ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিম খানসহ ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ আর আফগানিস্তানের ক্রিকেট কর্তারা উপস্থিত ছিলেন। ২০২০ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। এর মাসখানেক আগেই এশিয়া কাপ হবে। ২০১৬ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর এশিয়া কাপ টি-টোয়েন্টি সংস্করণে আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল। আগামী এশিয়া কাপও তাই দেখবে ২০ ওভারের ম্যাচ।

গত বছর সেপ্টেম্বর আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে সবশেষ এশিয়া কাপ অনুষ্ঠিত হয়। ওয়ানডে সংস্করণে আয়োজিত সে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জেতে ভারত। সবচেয়ে বেশি সাতবার এশিয়া কাপ জিতেছে ভারত। ২০০৮ সালে সবশেষ পাকিস্তানে এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল।