মাশরাফির চোটের দুশ্চিন্তা নিয়েই আসল বিশ্বকাপে বাংলাদেশ

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মাশরাফি। ছবি: আইসিসি
ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মাশরাফি। ছবি: আইসিসি

সকাল থেকেই কার্ডিফে মুষলধারে বৃষ্টি। বাদলমুখর সকালেই বাংলাদেশের দল রওনা দিল লন্ডনে। ২ জুন সেখানে শুরু মাশরাফিদের বিশ্বকাপ-অভিযান। কার্ডিফে বাংলাদেশ আবার আসবে, ৮ জুন এখানেই স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে তাঁদের ম্যাচ। কিন্তু এ দফা কার্ডিফ থেকে কী নিয়ে লন্ডনে যাচ্ছে বাংলাদেশ? আশা এবং দুশ্চিন্তাও। সবচেয়ে বড় দুশ্চিন্তা, দলের মধ্যে চোটাঘাতের শঙ্কা ফিরে আসা। খোদ মাশরাফিই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। তবে বাংলাদেশ দল বলছে, এসব চোটাঘাত ‘টুকটাক’। দুশ্চিন্তার কিছু নেই।

মাশরাফিরা ২৩ মে কার্ডিফে এসেছিলেন নিজেদের প্রস্তুতি চূড়ান্ত করতে। সেটি কি পুরোপুরি হলো? বৃষ্টিতে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা ভেসে গেছে। বাংলাদেশ সুযোগ পেয়েছে শুধু ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার। সেটিতে হার ৯৫ রানে। ম্যাচের ফল গুরুত্বপূর্ণ ছিল না, জরুরি ছিল নিজেদের ঝালিয়ে নেওয়া। সেটি যে পুরোপুরি হয়নি, আজ হোটেল কার্ডিফের হোটেল পার্ক প্লাজার লবিতে দাঁড়িয়ে সেটিই বললেন মোহাম্মদ মিঠুন, ‘আমার ব্যক্তিগত প্রস্তুতির কথা যদি বলেন, সেটা ভালো হয়নি। কাল প্রথম বলেই আউট হয়ে গেছি। ক্রিকেটে এটা হতেই পারে। আর ম্যাচের কথা যদি বলেন, বোলাররা তাদের বোলিং করতে পেরেছে। ব্যাটসম্যানরা যারা উইকেটে টিকে ছিল তাদের ব্যাটিং অনুশীলন ভালো হয়েছে। দুটি ম্যাচই খেলতে পারলে ভালো হতো। সবাই ব্যাটিং করতে পারত। আমার মতো অনেকে নেমেই আউট হয়ে গেছে।’

কার্ডিফ থেকে বাংলাদেশ শূন্য হাতে লন্ডনে যাচ্ছে, সেটি মনে করেন না মিঠুন, ‘আমরা এখানে অনেক আগে এসেছি। যে অনুশীলন সেশনগুলো করেছি, সেটা ভালো হয়েছে। এখানকার উইকেট অনেক ভালো। আশা করি মূল পর্বে ভালো হবে। আর একটা প্রস্তুতি ম্যাচ দেখে মানসিকভাবে ধাক্কা খাওয়ার কিছু নেই।’

মূল পর্বে ভালো করার আগে বাংলাদেশের আরও একটি সমস্যার সমাধান করতে হবে—টুকটাক চোটাঘাত। মাঝে বেশির ভাগ খেলোয়াড়ই চোট থেকে সেরে উঠেছিলেন। কাল ভারতের বিপক্ষে নতুন করে চোট পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে পাওয়া চোট থেকে সাকিব আল হাসান শতভাগ ফিট হয়েছেন কি না, সেটি এখনো বলার সময় হয়নি। কোমরের নিচে চোট পাওয়া তামিম ইকবাল তো খেলতেই পারলেন না ভারতের বিপক্ষে। টেনিস এলবোর চোট নিয়ে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ-অভিযানে আসা সাইফউদ্দিন নতুন করে ব্যথা পেয়েছেন পিঠে। চোটটা এমনই, এমআরআই করাতে হয়েছে।

মাশরাফির হ্যামস্ট্রিং আর মোস্তাফিজের ব্যথা হাঁটু ও হাঁটুর মাংসপেশিতে। দলের ম্যানেজার খালেদ মাহমুদ লন্ডনগামী টিম বাস ধরার আগে অবশ্য আশ্বস্ত করলেন, টুকটাক চোটাঘাত আছে, তবে দুশ্চিন্তা করার মতো নয়, ‘খেলতে গেলে একটু-আধটু চোট-ব্যথা লাগবেই। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই।’
সেটি পাওয়া গেলেই ভালো। তবে এটা তো অস্বীকার করার উপায় নেই, বাংলাদেশ কার্ডিফ থেকে লন্ডনে রওনা দিল অঝোর বৃষ্টি আর একরাশ চিন্তা নিয়ে।