তামিমকে নিয়ে দুশ্চিন্তা কমল

তামিমের কবজিতে চিড় ধরা পড়েনি। প্রাথমিক এক্স-রে রিপোর্টে পাওয়া তথ্য এমনটাই বলছে বলে জানিয়েছে বিসিবি। ফাইল ছবি
তামিমের কবজিতে চিড় ধরা পড়েনি। প্রাথমিক এক্স-রে রিপোর্টে পাওয়া তথ্য এমনটাই বলছে বলে জানিয়েছে বিসিবি। ফাইল ছবি

২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে তামিম ইকবালকে পাওয়া যাচ্ছে কিনা তা এখনই বলতে চাইছে না বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। কাল পরীক্ষা-নিরিক্ষার পর পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে বলেই ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে তামিমের কবজিতে চিড় ধরা পড়েনি। প্রাথমিক এক্স-রে রিপোর্টে পাওয়া তথ্য এমনটাই বলছে বলে জানিয়েছে বিসিবি।

এর আগে বিসিবি থেকে জানানো হয়, ওভালের নেটে ব্যাটিংয়ের সময় তামিম বাঁ হাতের কবজিতে চোট পেয়েছেন। তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করছেন বাংলাদেশের ফিজিও। ওই সময়ই বলা হয়েছিল, সতর্কতা হিসেবে আজই দিনের কোনো এক সময় তাঁর কবজিতে এক্স-রে করা হবে।

আরও পড়ুন