নিউজিল্যান্ডকে ওপরে রেখে নিচু থাকতে চান না সৌম্য

কথা বলছেন সৌম্য সরকার। ছবি: প্রথম আলো
কথা বলছেন সৌম্য সরকার। ছবি: প্রথম আলো
সৌম্য সরকারের স্মৃতি থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে গত ফেব্রুয়ারিতে ধবলধোলাইয়ের স্মৃতি ধূসর হওয়ার কথা না। বাঁহাতি ওপেনার অবশ্য বলছেন, এবার লড়াইটা নিউজিল্যান্ডে নয়, ইংল্যান্ডে। বাংলাদেশ-নিউজিল্যান্ড কারও হোম ভেন্যু নয় এটি

ঈদ বলতেই যে উৎসবময় পরিবেশ, সেটি নিশ্চয়ই এ লন্ডনে বোঝা যাবে না। কিন্তু বাংলাদেশ শহরের যে টিম হোটেলে উঠেছে, আজ দুপুরে সেটির আমেজ কিছুটা বোঝা গেল। খেলোয়াড়, টিম ম্যানেজমেন্টের কয়েকজন সদস্য সেন্ট্রাল মসজিদে ঈদের নামাজ শেষে ফিরলেন টিম হোটেলে। সাংবাদিকেরাও নামাজ শেষে জড়ো হলেন টিম হোটেলে।

বাংলাদেশের ক্রিকেটাররা যখন উৎসবে ব্যস্ত, বৃষ্টিভেজা ওভালে তখন অনুশীলন করতে এসেছে নিউজিল্যান্ড দল। বৃষ্টিবাধায় খুব বেশিক্ষণ মাঠে ঝালিয়ে নিতে তারা পারেনি। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়া কিউইদের চোখ এখন উপমহাদেশের আরেক দল বাংলাদেশের দিকে। এ দলকেই গত ফেব্রুয়ারিতে তারা দেশের মাঠে উড়িয়ে দিয়েছিল ৩-০ ব্যবধানে। ওভালে বিশ্বকাপ ক্রিকেটে কি কাল নিউজিল্যান্ডকে রুখে দিতে পারবে বাংলাদেশ?

দুপুরে দলের প্রতিনিধি হয়ে টিম হোটেলের লবিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে আসা সৌম্য সরকার মনে করিয়ে দিলেন, এটা ডানেডিন, ক্রাইস্টচার্চ কিংবা নেপিয়ার নয়। এটা ওভাল, এই মাঠ নিউজিল্যান্ড-বাংলাদেশ কারও ঘরের মাঠ নয়। সৌম্য বলছেন, নিরপেক্ষ ভেন্যুতে দুই দলই সমান থেকে খেলতে নামবে, ‘ওদের মাটিতে যেটা খেলে এসেছি, ওটা ছিল ওদের কন্ডিশন, এটা ভিন্ন মাঠ। যত ভালো দল হোক, অন্য মাঠে খেলতে গেলে সবার সেটা কঠিন মনে হবে। দিন শেষে যারা ভালো খেলবে ম্যাচের ফল তাদের পক্ষে যাবে।’

তবুও কেউ যদি বলে এই ম্যাচে নিউজিল্যান্ড ফেবারিট, সেটি শুনে সৌম্য আরও খুশি হবেন। কেন হবেন, দারুণ এক ব্যাখ্যা আছে তরুণ ওপেনারের কাছে, ‘মাঠ দুই দলেরই ভিন্ন। আবহাওয়ায় মিল থাকতে পারে। তবে কেউ বলতে পারবে না এটা আমার হোম। এটা বড় টুর্নামেন্টে। এই টুর্নামেন্টের একটা চাপ থাকে। যারা বলবে নিউজিল্যান্ড বড় দল ওদের ওপর চাপ থাকবে, কারণ ওদের নিয়ে তখন প্রত্যাশা বেশি থাকবে। আমরা যদি এটা কাজে লাগাতে পারি, অনেক ভালো হবে। আমরা জিতব, মানসিকভাবে শক্ত থেকে এই বিশ্বাস নিয়েই নামব।’

নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেওয়া বাংলাদেশ যে এখন কতটা আত্মবিশ্বাসী সৌম্যর কথায় বোঝা যাচ্ছে। বাঁহাতি ওপেনার আরও জানিয়ে দিলেন, নিউজিল্যান্ড কেন, কোনো দলের বিপক্ষেই মাথা নিচু করে নামবে না, ‘মাঠে যখন নামছি, কাউকে ওপরে রেখে নিচু হয়ে নামা যাবে না। মাঠে নামব জেতার জন্য। শতভাগ দিয়ে নামতে হবে, যেন জিততে পারি। সে প্রতিপক্ষ অপরিচিত আর পরিচিত হোক।’