ওভালকে 'মিরপুর' মনে হয়েছে মোসাদ্দেকের

তামিম-মাহমুদউল্লাহদের একেকটা সাফল্য কালকে ইচ্ছেমতো উদ্‌যাপন করেছেন ওভালে আসা দর্শকেরা। ছবি: এএফপি
তামিম-মাহমুদউল্লাহদের একেকটা সাফল্য কালকে ইচ্ছেমতো উদ্‌যাপন করেছেন ওভালে আসা দর্শকেরা। ছবি: এএফপি
>

গতকাল ওভালে প্রচুর বাংলাদেশি দর্শক গিয়েছিলেন, সাকিব-মাশরাফিদের সমর্থন দিয়েছেন প্রাণখুলে।

ওভালে বাংলাদেশ যে দুটি ম্যাচে খেলেছে, দুটিতেই গ্যালারি ছিল পূর্ণ। আর দর্শকদের ৮০ শতাংশই বাংলাদেশের সমর্থক। দুটি ম্যাচেই ওভালের গ্যালারি রূপ নিয়েছে লাল-সবুজে। দর্শকদের বিপুল এ সমর্থনে বাংলাদেশ দলের মনেই হয়নি, তারা খেলছে ইংল্যান্ডের কোনো মাঠে।

বাংলাদেশ একটা বাউন্ডারি মারলে, প্রতিপক্ষের একটা উইকেট নিলে কিংবা দুর্দান্ত ফিল্ডিং করলে পুরো ওভাল কেঁপে উঠেছে বাংলাদেশের দর্শকদের উল্লাসে। কাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঝারি স্কোর নিয়েও বাংলাদেশের বোলাররা যখন জয়ের সম্ভাবনা জাগিয়েছেন, তখন ওভালের গ্যালারি এমনভাবে কাঁপিয়েছেন দর্শকেরা, ব্রিটিশ সাংবাদিকেরা ভীষণ অবাক! দর্শকেরা যেন ‘দ্বাদশ’ খেলোয়াড় হয়ে খেলেছেন ওভালে।

দর্শকদের বিপুল সমর্থনে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। কাল নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত লড়েছে। ওভালে দর্শকদের এই সমর্থনে মোসাদ্দেক হোসেনের মনে হয়েছে, তিনি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলছেন, ‘এটা অসাধারণ। টসের পর যখন মাঠে নেমেছি, মনেই হয়নি ওভালে খেলছি। মনে হচ্ছে মিরপুরে খেলছি! এটা আমাদের জন্য ভালো ছিল। চ্যাম্পিয়নস ট্রফিতেও এখানে খেলেছিলাম বলে অবশ্য বিপুল দর্শক দেখে খুব বেশি অবাক হয়নি। জানতাম অনেক দর্শক আসবে।’

বিপুল দর্শকের উপস্থিতি মোসাদ্দেককে অনুপ্রাণিত করলেও রস টেলরকে সেটি করার কথা না। নিরপেক্ষ ভেন্যু, তবুও এত বাংলাদেশি সমর্থকের সামনে ভালো খেলাটা কতটা কঠিন ছিল, বললেন কিউই ব্যাটসম্যান, ‘জানি এটা নিরপেক্ষ ভেন্যু। ওদের এত দর্শক তো আমরা দেখতে পাই ঢাকা-চট্টগ্রামে। মাঠে অনেক দর্শক আসাটা অবশ্য টুর্নামেন্টের জন্যই ভালো।’

বাংলাদেশ দলের আশা, ইংল্যান্ডের মাঠেই তারা খেলুক, অনেক দর্শক আসবেন, তাদের সমর্থন দেবেন। দলের প্রতিনিধি হয়ে কাল মিক্সড জোনে আসা মোসাদ্দেক প্রতিশ্রুতি দিচ্ছেন, এমন সমর্থন পেলে ভবিষ্যতে আরও ভালো কিছু উপহার দেবে বাংলাদেশ, ‘এমন সমর্থন পেলে এই টুর্নামেন্টে আশা করি আমরা আরও দুর্দান্ত কিছু করব।’

ওভালে এবার ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ম্যাচ হবে মোট পাঁচটি। এর মধ্যে দুটিই খেলে ফেলল বাংলাদেশ। ইংলিশদের ঐতিহ্যবাহী মাঠ থেকে ১ জয় ১ হার নিয়ে বাংলাদেশ আজ দুপুর ১২টায় রওনা দেবে কার্ডিফে, যে মাঠ আবার বাংলাদেশের ভীষণ পয়া। পয়া মাঠে মাশরাফিদের খেলা দেখতে প্রচুর বাংলাদেশি দর্শক নিশ্চয়ই উপস্থিত থাকবেন।