ভয় পাইয়ে দিয়েছিলেন রশিদ খান

রশিদ খান আঘাত পাওয়ার পর তাঁর কাছে ছুটে এসেছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন। ছবি: এএফপি
রশিদ খান আঘাত পাওয়ার পর তাঁর কাছে ছুটে এসেছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন। ছবি: এএফপি
>

টন্টনে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাথায় বলের আঘাত পেয়েছিলেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। পরে আর মাঠে নামেননি তিনি। আফগানিস্তান অধিনায়ক গুলবদিন নাইব জানিয়েছেন, রশিদের অবস্থা আগের চেয়ে ভালো

টন্টনে কাল নিউজিল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরেছে আফগানিস্তান। এ ম্যাচে মাথায় বলের আঘাত পেয়ে ভয় পাইয়ে দিয়েছিলেন আফগান লেগ স্পিনার রশিদ খান। পরে আফগানিস্তান অধিনায়ক গুলবদিন নাইব জানিয়েছেন, রশিদ ‘আগের চেয়ে ভালো’ অনুভব করছেন। পরের ম্যাচে তাঁর খেলার ব্যাপারেও আশা প্রকাশ করেছেন গুলবদিন।

আফগানিস্তানের ইনিংসে ৩৪তম ওভারে কিউই পেসার লকি ফার্গূসনের বাউন্সারে মাথায় আঘাত পান রশিদ। ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতির আশপাশের স্কিডি বাউন্সারটির লেংথ বুঝতে গড়বড় করে ফেলেছিলেন তিনি। শেষ পর্যন্ত ‘ডাক’ করেও হেলমেটে বলের আঘাত এড়াতে পারেননি। ‘কাটা ঘায়ে নুনের ছিটা’ হিসেবে বলের আঘাতে পড়েছে স্টাম্পের বেলসও। তবে আউটের আনন্দ প্রকাশের চেয়ে রশিদের সুস্থতার দিকেই বেশি খেয়াল ছিল নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের। দৌড়ে এসে সানরাইজার্স হায়দরাবাদ সতীর্থকে ঠিক করার চেষ্টা করেন উইলিয়ামসন। রশিদকে তখন দেখে মনে হয়নি স্বাভাবিক বোধ করছেন।

আফগানিস্তানের ফিজিও গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে মাঠ থেকে বের করে নিয়ে যান রশিদকে। মাঠ ছাড়া সময়ও রশিদকে দেখে খুব একটা ভালো মনে হয়নি। এরপর তিনি আর মাঠেও নামেননি। বৃষ্টিবিঘ্নিত এ ম্যাচে ১৭২ রানে অলআউট হওয়া আফগানিস্তান বোলিং করেছে তাঁকে ছাড়াই। ১০৭ বল হাতে রেখে জিতেছে নিউজিল্যান্ড।

রশিদকে মাঠ ছাড়ার এক ঘণ্টার মধ্যে দুটি ‘কনকাশন টেস্ট’-এর মুখোমুখি হতে হয়। প্রাথমিক সতর্কতা হিসেবে নেওয়া এ পরীক্ষা উতরাতে না পারেননি ২০ বছর বয়সী এ লেগি। আফগান অধিনায়ক অবশ্য বিশ্বকাপে আফগানিস্তানের পরের ম্যাচগুলোয় রশিদের খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী, ‘সে আগের চেয়ে ভালো বোধ করছে। ১৪০ কিলোমিটারের বেশি গতির কিছু লাগলে একটু তো সমস্যা হয়ই। তবে সে এখন আগের চেয়ে ভালো। চিকিৎসক তাঁকে মাঠে নামতে নিষেধ করেছিলেন। এ কারণে আর মাঠে নামেনি। এখন তাঁর বিশ্রাম প্রয়োজন। তবে হাতে সময় থাকায় চিন্তা নেই।’

কার্ডিফে শনিবার ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান। এ ম্যাচে রশিদের খেলার সম্ভাবনা নিয়ে গুলবদিন নাইব বলেন, ‘সে ভালো আছে। আফগানরা এমনিতেই শক্তিশালি।’