মাশরাফি সঠিক সিদ্ধান্তই নিয়েছে, বলছেন সৌরভ

মাশরাফির টসের সিদ্ধান্ত ঠিকই আছে বললেন সৌরভ গাঙ্গুলী। ফাইল ছবি
মাশরাফির টসের সিদ্ধান্ত ঠিকই আছে বললেন সৌরভ গাঙ্গুলী। ফাইল ছবি
মাশরাফি টস জিতে কাল ব্যাটিংয়ে পাঠিয়েছেন ইংল্যান্ডকে। আগে ব্যাটিং করে ইংলিশরা গড়েছে রানের পাহাড়। মাশরাফির সিদ্ধান্ত নিয়ে কথা হলেও সৌরভ গাঙ্গুলীর এ ব্যাপারে কোনো প্রশ্ন নেই

‘৩৮৬ রানের মতো বড় স্কোর খেলাটা বড্ড দূরে নিয়ে যায়’—কাল ইনিংস বিরতিতে বলছিলেন সৌরভ গাঙ্গুলী। ইংল্যান্ড এখন এমনই ব্যাটিং করে, এটি জানার পরও টস জিতে ইংলিশদের আগে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে অনেক কথা হচ্ছে। তবে সৌরভ মনে করেন, টস নিয়ে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সিদ্ধান্তটা সঠিকই ছিল।

সৌরভ ইংল্যান্ডে এসেছেন আইসিসির হয়ে ধারাভাষ্য দিতে। কাল ইনিংস বিরতিতে কথা হলো ভারতীয় কিংবদন্তির সঙ্গে। সৌরভ মনে করেন না, টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে মাশরাফি কোনো ভুল করেছেন, ‘এই উইকেটে সঠিক সিদ্ধান্তই নিয়েছে মাশরাফি। দুদিন ধরে যে বৃষ্টি হলো সঠিক সিদ্ধান্তই বটে। কিন্তু ভালো বোলিং তো করতে হবে। বাতাস ছিল, উইকেটে ঘাস ছিল। কিন্তু কিছুই কাজে লাগাতে পারেনি বোলাররা। সাকিবকে বড্ড বেশি ব্যবহার করেছে। জায়গায় বোলিং করতে হবে। লাইন-লেংথ ঠিক রেখে বোলিং করতে হবে।’

তবে সৌরভকে মুগ্ধ করেছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স। ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং খুব বেশি খারাপ হয়েছে বলা যাবে না। তবে বাংলাদেশ কাল পিছিয়ে গেছে বোলিংয়ে। তিন ম্যাচে ১ জয় নিয়ে বাংলাদেশের পয়েন্ট ২। সেমিফাইনালে যেতে হলে বাকি ৬ ম্যাচের পাঁচটিতে না জিতলে ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার স্বপ্নটা স্বপ্নই হয়ে থাকবে। তবে সৌরভ এখনই বাংলাদেশকে নিরাশ হওয়ার কারণ দেখেন না। তবে শেষ চারে উঠতে হলে কী করতে হবে, সেটি কাল কার্ডিফের ধারাভাষ্যকক্ষে বসে জানালেন ভারতের অন্যতম সফল অধিনায়ক, ‘বাংলাদেশের আশা আছে। তবে বোলিংটা ভালো করতে হবে। বিশেষ করে পেস আক্রমণ। এই কন্ডিশনে বোলিং অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশের শেষ চারে যাওয়ার সম্ভাবনা নিশ্চয়ই দেখি। কিন্তু বড় দলকে তো হারাতে হবে।’

সৌরভ কী বলছেন নিশ্চয়ই বুঝতে পারছেন মাশরাফিরা—বড় দলকে হারাতে হলে বড় ভুল করা যাবে না!


সৌরভের একান্ত সাক্ষাৎকার কাল পড়ুন প্রথম আলোর মুদ্রিত সংস্করণে