মাশরাফির জায়গা নেই দলে, মন্তব্য আগারকারের

বাংলাদেশ দলে মাশরাফির জায়গা নিয়ে প্রশ্ন তুললেন অজিত আগারকার। ছবি: এএফপি
বাংলাদেশ দলে মাশরাফির জায়গা নিয়ে প্রশ্ন তুললেন অজিত আগারকার। ছবি: এএফপি
সাবেক ভারতীয় পেসার অজিত আগারকার বাংলাদেশ দলে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারই জায়গা দেখেন না। তবে তিনি এও মনে করেন মাশরাফির অভিজ্ঞতা অনেক, তাই এ মুহূর্তে তাঁকে বাদ দেওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব নয়

বাংলাদেশের ক্রিকেটটাই বোধহয় এমন। একটি–দুটি বাজে পারফরম্যান্স নানামুখী আলোচনা তুলে দেয়। ক্রিকেটারদের পারফরম্যান্স কাটাছেঁড়া করতে গিয়ে নানা মুনির নানা মত আসতে থাকে। ব্যাপারটি থেকে দূরে নন বিদেশি ক্রিকেট বোদ্ধারাও। ভারতের সাবেক পেসার অজিত আগারকার যেমন মনে করেন ফর্ম বিচারে নাকি বাংলাদেশ দলে জায়গা পাওয়ারই কথা নয় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার! তবে তিনি এটাও বলেছেন মাশরাফির অভিজ্ঞতার কারণে তাঁকে দল থেকে বাদ দিতে পারবে না বাংলাদেশ।


২০১৯  বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পরপরই ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর ‘ম্যাচ ডে’ নামের এক ভিডিও টকশোতে মাশরাফিকে নিয়ে নিজের বিশ্লেষণ দিয়েছেন আগারকার। তবে মাশরাফি যে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ অংশ সেটি বলতে ভোলেননি এই সাবেক পেসার, ‘আমি জানি মাশরাফিকে বাদ দেয়া বাংলাদেশের পক্ষে সম্ভব না, কিন্তু আমার কথা হচ্ছে যে, তাঁর বর্তমান ফর্মের মাধ্যমে তিনি কোনো মতেই মূল একাদশে সুযোগ পান না।’


এই মুহূর্তে মাশরাফি বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ কেন সেটিরও ব্যাখ্যা দিয়েছেন আগারকার, ‘যেহেতু মাশরাফি তাদের অধিনায়ক এবং ওয়ানডেতে তাঁর অভিজ্ঞতাও অনেক, তাই এমন একজন খেলোয়াড়কে দলের বাইরে রাখতে চাইবে না তারা। সেক্ষেত্রে মোসাদ্দেকের বদলে কাউকে দলে আনতে পারে তারা।’