নেশনস লিগের প্রথম চ্যাম্পিয়ন পর্তুগাল

নেশনস লিগের প্রথম শিরোপা উদ্‌যাপনে রোনালদোরা। ছবি: এএফপি
নেশনস লিগের প্রথম শিরোপা উদ্‌যাপনে রোনালদোরা। ছবি: এএফপি
>নেশনস লিগের ফাইনালে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়েছে পর্তুগাল। একমাত্র গোলটি করেছেন গঞ্জালো গুইদেস।

উয়েফা নেশনস লিগের প্রথম আসরের ফাইনাল। নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথম আসরের শিরোপাটি ঘরে তুলল পর্তুগাল। স্বাভাবিকভাবেই নেশনস লিগের প্রথম চ্যাম্পিয়ন হিসেবে পর্তুগাল নামটিই রয়ে যাবে আজীবন। পোর্তোয় নিজেদের মাঠে বল দখলে পিছিয়ে থাকলেও গঞ্জালো গুইদেসের একমাত্র গোলে জয় তুলে নিয়েছে ফার্নান্দো সান্তোসের দল। 

প্রথমার্ধে খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। শুরুতে খানিকটা এলোমেলো ফুটবল খেলা পর্তুগিজরা ছন্দে ফেরে দ্বিতীয়ার্ধে এসে। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে পাল্টা আক্রমণে ওঠা পর্তুগালের হয়ে একমাত্র গোলটি করেন গঞ্জালো গুইদেস। বের্নার্দো সিলভার পাসে ডি বক্সের বাইরে থেকেই জোরালো শটে বল জালে জড়ান গুইদেস।
গোল হজম করে অবশ্য খানিকটা নড়েচড়ে বসে ডাচরা। আক্রমণেও ধার বাড়ায় অতিথিরা। তবে কাজের কাজ আর হয়ে ওঠেনি শেষ পর্যন্ত।