আফ্রিদি এক আসরেই দুবার, পাকিস্তানি বোলাররা আটবার

মোহাম্মদ আমির অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন আজ। ছবি: রয়টার্স
মোহাম্মদ আমির অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন আজ। ছবি: রয়টার্স
>মোহাম্মদ আমির পাকিস্তানের বিশ্বকাপ দলেই ছিলেন না। অনেক নাটকের পর দলে এলেও সাবেকদের মন জোগাতে পারেননি। তাঁর বোলিং দেখে প্রশ্ন উঠেছিল, এই আমির কেন বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ দলে? তার উত্তর দিলেন এই পেসার। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত বোলিং করে তুলে নিলেন ৫ উইকেট। বিশ্বকাপে পাকিস্তানের সপ্তম বোলার হিসেবে ম্যাচে ৫ উইকেট। ১৯৮৩ বিশ্বকাপে আবদুল কাদির প্রথম পাকিস্তানি বোলার হিসেবে ৫ উইকেট নেন, তখনকার দুর্বল প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে। মাঝখানে তিন বিশ্বকাপে আর কোনো পাকিস্তানি বোলার এই কীর্তি করে দেখাতে পারেননি। বাংলাদেশের বিপক্ষে ১৯৯৯ বিশ্বকাপে ৫ উইকেট নিয়ে এই খরা কাটান সাকলায়েন। ২০১১ বিশ্বকাপে শহীদ আফ্রিদি এই কীর্তি করেছিলেন দুবার। দুবারই অবশ্য প্রতিপক্ষ ছিল দুর্বল। ওই আসরে ওয়াহাব রিয়াজও ভারতের বিপক্ষে নিয়েছিলেন ৫ উইকেট।

বোলার

বোলিং

প্রতিপক্ষ

সাল

আবদুল কাদির

৫/৪৪

শ্রীলঙ্কা

১৯৮৩

সাকলাইন মুশতাক

৫/৩৫

বাংলাদেশ

১৯৯৯

ওয়াসিম আকরাম

৫/২৮

নামিবিয়া

২০০৩

শহীদ আফ্রিদি

৫/১৬

কেনিয়া

২০১১

শহীদ আফ্রিদি

৫/২৩

কানাডা

২০১১

ওয়াহাব রিয়াজ

৫/৪৬

ভারত

২০১১

সোহেল খান

৫/৫৫

ভারত

২০১৫

মোহাম্মদ আমির

৫/৩০

অস্ট্রেলিয়া

২০১৯