ঢিমেতাল থেকে গা ঝাড়া দিয়েছে পাকিস্তান

হাফিজ-ইমামের জুটিতে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। ছবি: এএফপি
হাফিজ-ইমামের জুটিতে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। ছবি: এএফপি
>আগে ব্যাট করে ৩০৭ রান তুলেছে অস্ট্রেলিয়া। তাড়া করতে নেমে বিপদের শঙ্কায় পড়লেও দৃঢ়তা দেখিয়েছেন ব্যাটসম্যানরা

ওয়ানডেতে এখন ৩০০ রান করা ডালভাত হয়ে গেছে। পাকিস্তান তো ২০১৯ বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে সাড়ে ৩০০-র আশপাশে রান তুলেছে একাধিকবার। সেই পাকিস্তানই আজ ৩০০-র ওপাশে যেতে শুরুতে দেখেশুনে খেলে পড়ল বিপদে! পরে অবশ্য ব্যাটসম্যানদের দৃঢ়তায় প্রাথমিক বিপদ কেটেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভার শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ১১০।

অস্ট্রেলিয়া দিয়েছে ৩০৮ রানের লক্ষ্য। কিন্তু পাকিস্তানের শুরুটা ছিল ভীষণ সাবধানি। সেটি তৃতীয় ওভারেই ফখর জামান বিদায় নেওয়ার জন্য। রানের খাতা খোলার আগেই প্যাট কামিন্সকে উইকেট দেন পাকিস্তানি এ ওপেনার। প্রথম ৫ ওভারে ১ উইকেটে ১৮ রান তুলে ধুঁকছিল পাকিস্তান। ওপেনার ইমাম-উল-হকের সংগ্রহ তখন ১৭ বলে ৫! তিনে নামা বাবর আজম অন্য প্রান্তে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন। ১১তম ওভারে কোল্টার-নাইলকে উইকেট দেওয়ার আগে ২৮ বলে ৩০ রান করেন বাবর।

দ্বিতীয় উইকেটে ৫২ বলে ৫৪ রানের জুটি গড়েন বাবর-ইমাম। এরপর তৃতীয় উইকেটে মোহাম্মদ হাফিজ ও ইমামের অবিচ্ছিন্ন (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) ৪৩ রানের জুটিতে লক্ষ্যের পথে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। তখন পর্যন্ত এ জুটিতে ইমামের অবদান ১৮ বলে ১২। পাকিস্তানি এ ওপেনার আজ শুরু থেকেই যেন একটু বেশিই সাবধানি। তাতে অন্য প্রান্তের ব্যাটসম্যানের ওপর চাপটা একটু বেশি পড়েছে। ৫৪ বলে ৩৭ রান নিয়ে ব্যাট করছেন ইমাম। হাফিজ ২৯ বলে ৩৩ রান নিয়ে অপরাজিত।