সরাসরি অলিম্পিকে খেলবেন বাংলাদেশের রোমান

২০২০ টোকিও অলিম্পিকে সরাসরি খেলবেন আর্চার রোমান সানা। ছবি: প্রথম আলো
২০২০ টোকিও অলিম্পিকে সরাসরি খেলবেন আর্চার রোমান সানা। ছবি: প্রথম আলো
>

তিনি বাংলাদেশের সেরা আর্চার। হল্যান্ডে হুন্দাই বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে বড় চমক দেখিয়েছেন রোমান সানা। কোরীয় প্রতিপক্ষকে হারিয়ে সেমিতে উঠেছেন। এই সাফল্য তাঁর ক্যারিয়ারে বিরাট এক সম্মান এনে দিচ্ছে। ২০২০ টোকিও অলিম্পিকে সরাসরি খেলতে পারবেন তিনি।

হল্যান্ডে হুন্দাই বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে বড়সড় চমক দেখালেন বাংলাদেশের সেরা আর্চার রোমান সানা। গতকাল ছেলেদের ব্যক্তিগত রিকার্ভে দক্ষিণ কোরিয়ার কিম উজিনকে ৬-৪ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন রোমান। সেমিফাইনালে ওঠা মানে আগামী বছর জুনে টোকিও অলিম্পিকে সরাসরি খেলার কোটা প্লেস পাওয়া। রোমানের এই অর্জন বাংলাদেশের গোটা ক্রীড়াঙ্গনের জন্যই দারুণ সুখবর। বাংলাদেশের কোনো আর্চার এই প্রথম সরাসরি অলিম্পিকে যাবেন নিজের যোগ্যতায়।

গত রাতে হল্যান্ড থেকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ আর্চারি দলের সহকারী কোচ জিয়াউর রহমান, ‘হ্যাঁ, ইতিহাস গড়ে এই প্রথম রোমান অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা পেল।’ বাংলাদেশের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ বলেছেন, ‘এটি বাংলাদেশের আর্চারির জন্য অসাধারণ এক অর্জন। কিছুদিন ধরে বলে আসছিলাম, আমরা টোকিও অলিম্পিকের জন্য কোটা প্লেস অর্জন করতে চাই। সেটা আমরা পেরেছি, যা খুবই আনন্দের এবং গর্বেরও।’

এর আগে ২০১৬ রিও অলিম্পিকে সরাসরি খেলার ছাড়পত্র পান গলফার সিদ্দিকুর রহমান। ২০১২ লন্ডন অলিম্পিকে ওয়াইন্ড কার্ড নিয়ে খেলেছিলেন আর্চার ইমদাদুল হক মিলন। কোটা প্লেস পেয়ে খেলেছিলেন ২০১০ সালের যুব অলিম্পিকেও।

রোমান কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার আর্চার কিমকে হারিয়েছেন। ২০১১ সালের বিশ্বকাপে সোনা জেতা এই আর্চার র্যাঙ্কিং রাউন্ডে চতুর্থ ছিলেন। অন্যদিকে এই চ্যাম্পিয়নশিপে রোমান র্যাঙ্কিং রাউন্ডে ছিলেন ২০ তম। তবে পিছিয়ে থাকলেও দারুণ খেলে সেমিফাইনালে উঠে আসেন রোমান। যদিও গত রাতেই সেমিফাইনালে মালয়েশিয়ার খাইরুল আনোয়ারের কাছে ৭-৩ পয়েন্টে হেরে গেছেন। তাতে কী, মূল লক্ষ্যটা তো পূরণ হয়েছে। প্রতিযোগিতায় দুর্দান্ত খেলা রোমান তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়া, প্রি-কোয়ার্টার ফাইনালে কোরিয়ার প্রতিযোগীর বিপক্ষে জেতেন ৬-৪ পয়েন্ট। কোয়ার্টারে ৬-২ পয়েন্টে হারান স্বাগতিক হল্যান্ডের প্রতিযোগীকে।