আর্চার, উডদের গতিতে ২১২-তে শেষ উইন্ডিজ

শুরুর ২০ ওভারেই তিনবার উল্লাসে মেতেছেন ইংলিশ বোলাররা। ছবি: রয়টার্স
শুরুর ২০ ওভারেই তিনবার উল্লাসে মেতেছেন ইংলিশ বোলাররা। ছবি: রয়টার্স
> সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে ৪৪.৪ ওভারে ২১২ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। 

ম্যাচটাকে দেখা হচ্ছিল দুই দলের ‘পেস ব্যাটারির’ লড়াই হিসেবে। সেই লড়াইয়ে ম্যাচে নিরঙ্কুশ বিজয়ী ইংলিশ পেসাররা। স্বাগতিক পেসারদের তোপের মুখে পড়ে ৪৪.৪ ওভারে ২১২ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংলিশ অধিনায়ক এউইন মরগান। অধিনায়ককে হতাশ করেননি ইংলিশ পেসাররা। শুরু থেকেই গতি আর নিয়ন্ত্রণ দিয়ে কাঁপিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের। জফরা আর্চার, মার্ক উড ৩টি করে উইকেট পেয়েছেন। জো রুট নিয়েছেন ২টি। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ রান নিকোলাস পুরানের—৬৩। 

২০১৯ বিশ্বকাপ ক্রিকেটে জন্মভূমির বিপক্ষে খেলা বলে আলাদা নজর ছিল জফরা আর্চারের ওপর। আরও একবার ঝোড়ো গতির বোলিংয়ে আর্চার যেন ওয়েস্ট ইন্ডিজের আফসোসটাই বাড়িয়েছেন কেবল। পুরান, ব্রাফেট আর কটরেলের উইকেট নিয়েছেন তিনি।

 ম্যাচে ইংলিশদের দুশ্চিন্তা চোট। ৮ম ওভারে ওপেনার জেসন রয় চোট নিয়ে মাঠ ছেড়েছেন। চোট কতটা গুরুতর, সেটি এখনো জানা যায়নি। তবে ২১৫ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আপাতত তিনে থাকা রয় ব্যাটিংয়ে নামতে না পারলে তা বড় ধাক্কাই হবে স্বাগতিকদের জন্য। চোট নিয়ে মাঠ ছেড়েছেন অধিনায়ক এউইন মরগানও।