ভারতকে হারানোর টোটকা দিলেন ওয়াকার

পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুস। ছবি: টুইটার
পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুস। ছবি: টুইটার
>বিশ্বকাপ ক্রিকেটে ভারতকে হারানোর স্বাদ কখনো পায়নি পাকিস্তান। সেই ইমরান-মিয়াঁদাদ থেকে শুরু করে ওয়াসিম-ইনজামাম-ওয়াকার-আফ্রিদি বা হালের সরফরাজ-আমিররা কেউই বিশ্বকাপে ভারতকে হারাতে পারেননি। আগামীকাল এই ভারতের বিপক্ষেই বিশ্বকাপে খেলতে নামছেন পাকিস্তান। এবার ভারতকে কীভাবে হারানো যাবে, সে পরামর্শ দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুস।

বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছ থেকে শুধুই পরাজয়ের তেতো স্বাদ পেয়েছে পাকিস্তান। সাতবারের মুখোমুখিতে কোনোবারই জয়ের মুখ দেখেনি তারা। এবারও কি সেই একই ফল হবে? নাকি পরাজয়ের গণ্ডি থেকে বেরিয়ে আসবেন সরফরাজরা? উত্তরটা রোববারই পাওয়া যাবে। তবে কোহলিদের হারাতে হলে কী করতে হবে, তা জানিয়েছেন পাকিস্তানি সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। তবে বিশ্বকাপে ব্যাপারটা একেবারেই একপেশে। তাই বিশ্বকাপে ভারতকে হারাতে হলে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে সরফরাজদের। এমনটা পাকিস্তানি কিংবদন্তি ওয়াকার ইউনুসও মনে করেন, ‘আমি আশা করি, বিশ্বকাপের সবচেয়ে ভালো ম্যাচটা ভারতের জন্য রেখে দিয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওরা দেখিয়েছে ওরা কতটা ভালো দল।’

তবে কোহলিদের হারাতে হলে দ্রুত উইকেট তুলে নেওয়া ছাড়া কোনো বিকল্প দেখছেন না এই পেসার, ‘বিশ্বকাপে এখন পর্যন্ত যত দূর দেখেছি, মনে হয়েছে দ্রুত উইকেট তুলতে না পারলে পরে বিপাকে পড়তে হয়। নতুন বল খুবই গুরুত্বপূর্ণ। আর উদ্বোধনী ব্যাটসম্যানদের প্রথম ১০ ওভার পর্যন্ত খুব সতর্ক থাকতে হবে।’

ব্যাটসম্যানদের জন্যও টোটকা দিয়েছেন এই কিংবদন্তি, ‘ব্যাটসম্যানদের দেখে খেলতে হবে। যদি তুমি দ্রুত উইকেট না হারাও, কাজটা অনেক সহজ হয়ে যাবে। কারণ, বল একটু কম সুইং করবে, ব্যাটিং করাটা সহজ হয়ে যাবে।’

দুই দল শেষবার মুখোমুখি হয়েছিল ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। ভারতকে সে ম্যাচে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারান সরফরাজরা। সে ম্যাচ থেকে অনুপ্রেরণা নিয়ে এবার ২০১৯ ক্রিকেট বিশ্বকাপেও কি প্রথমবারের মতো ভারতবধের স্বাদ পাবে পাকিস্তান?