ওয়ার্নার আবার শামুক

ওয়ার্নার আজ আবার খোলসে। ছবি: রয়টার্স
ওয়ার্নার আজ আবার খোলসে। ছবি: রয়টার্স
শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ২৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ১১০ রান।

টসে জিতে বোলিং নেওয়ার অর্থই হলো, ইনিংসের শুরুতে উইকেট এনে দেওয়ার আশা নিয়ে বোলারদের হাতে বল তুলে দিয়েছেন অধিনায়ক। মেঘলা আবহাওয়াও ছিল। লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নেও সেই আশাতেই অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন। তবে ম্যাচের শুরুটা প্রত্যাশামাফিক হয়নি এশিয়ার দলটির। কোনো পেসার নয়, শেষ পর্যন্ত স্পিনার ধনাঞ্জয়া ভেঙেছেন ওপেনিং জুটি। ততক্ষণে অস্ট্রেলিয়া অবশ্য ৮০ রান তুলে ফেলেছে।

বিশ্বকাপ ক্রিকেটে দুই ম্যাচ আগে শামুক গতির এক ইনিংস খেলার জবাব গত ম্যাচে ওয়ার্নার দিয়েছিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি করে। সেই ওয়ার্নার আজ আবার খোলসে। ৪৮ বলে ২৬ করে ধনাঞ্জয়ার বলে ফিরেছেন ব্যাকফুটে কাট করতে গিয়ে বোল্ড হয়ে। ১০ রান করে আউট হয়েছেন উসমান খাজা। অন্য ওপেনার অ্যারন ফিঞ্চ ৭৫ বলে ৬৭ রানে অপরাজিত। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন স্মিথ।

আগের ম্যাচগুলোর ধারাবাহিকতা ধরে রেখে আজও বেশি আগ্রাসী অধিনায়ক অ্যারন ফিঞ্চ। বিশ্বকাপের আগে তাঁর ফর্ম নিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তা ছিল অস্ট্রেলিয়া শিবিরে। তবে টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ ছন্দে আছেন ফিঞ্চ। দুই ইনিংসে সেঞ্চুরির কাছাকাছি গিয়েও ফিরে এসেছেন, আজও এগোচ্ছেন বড় ইনিংসের পথে। কে জানে, আগের দুই ইনিংসে সেঞ্চুরি ফেলে আসার খেদ হয়তো আজ সেঞ্চুরি করেই মেটাবেন এই ডানহাঁতি ব্যাটসম্যান।

আগের ম্যাচেই সেঞ্চুরি করা ডেভিড ওয়ার্নার আজ আবার টেস্ট ম্যাচের মেজাজে। স্ট্রাইক রেট পঞ্চাশের একটু ওপরে। মেরেছেন মাত্র দুটি বাউন্ডারি।

বাংলাদেশ ম্যাচের আগে দেশে ফেরত আসা লাসিথ মালিঙ্গা আজ আবার ফিরেছেন লঙ্কান একাদশে। তবে তাঁকেসহ বাকি বোলারদের খুব সহজেই খেলছেন দুই ব্যাটসম্যান। উইকেটের আশায় ১৫ ওভারের মধ্যেই ৫ বোলার ব্যবহার করে ফেলেছেন করুণারত্নে। ধনাঞ্জয়া ছাড়া সাফল্যের মুখ দেখেননি আর কেউ।দুইটি উইকেট নিয়েছেন তিনি।