অনুশীলনে চোট পেয়েছেন মুশফিক

অনুশীলনে হাতে চোট পেয়েছেন মুশফিক। ফাইল ছবি
অনুশীলনে হাতে চোট পেয়েছেন মুশফিক। ফাইল ছবি

১৭ জুন ২০১৯ বিশ্বকাপে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ ম্যাচে জয় পেতেই হবে বাংলাদেশকে। এমন এক ম্যাচের আগে টন্টনের আজকের সকালটা বাংলাদেশ দলকে উপহার দিল ভয়ংকর এক অস্বস্তি। অনুশীলনে হাতে চোট পেয়েছেন মুশফিকুর রহিম।

আজ সমারসেট গ্রাউন্ডে অনুশীলন করছিল বাংলাদেশ দল। অনুশীলনের একপর্যায়ে নেটে ব্যাট করছিলেন মুশফিকুর রহিম। কিন্তু একপর্যায়ে ডান হাতের কবজিতে বল লাগায় আর অনুশীলন করতে পারেননি। দ্রুত নেট ছেড়ে ফিরে এসেছেন ড্রেসিংরুমে। প্রাথমিক শুশ্রূষা দেওয়া হচ্ছে তাঁকে।

চোট কতটা গুরুতর এখনো বোঝা যাচ্ছে না। এ ব্যাপারে ম্যানেজার খালেদ মাহমুদ বলেছেন, এখনো বোঝা যাচ্ছে না চোট কতটা গুরুতর। এখনো বরফ দেওয়া হচ্ছে। একটু অপেক্ষা করে বোঝা যাবে। ব্যথা লেগেছে, শুধু এটাই বোঝা যাচ্ছে আপাতত।