ভারতের বিশ্বকাপ জয় আটকানো সম্ভব নয়!

কোহলির হাতেই উঠবে বিশ্বকাপ? ছবি: এএফপি
কোহলির হাতেই উঠবে বিশ্বকাপ? ছবি: এএফপি
বিশ্বকাপ ট্রফি কার হাতে উঠবে, তা ১৪ জুলাইয়ের আগে নিশ্চিত জানা যাবে না। তবু প্রতিনিয়ত নানা মুনি নানা মত নিয়ে হাজির হচ্ছেন। এই যেমন কেরালার এক সংখ্যাতত্ত্ববিদ বিশদ গবেষণা করে বলছেন, বিশ্বকাপ এবার কোহলির হাতেই উঠবে!

বিশ্বকাপ কে জিতবে, তা নিয়ে ক্রিকেট অনুরাগীদের মধ্যে কৌতূহলের শেষ নেই। অনেকের মতে, ঘরের মাঠেই প্রথমবারের মতো বিশ্বকাপের পরম আরাধ্য ট্রফিটি ছুঁয়ে দেখবে ইংল্যান্ড। কেউবা আবার বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার পাল্লা ভারী করছেন, ফিঞ্চ-ওয়ার্নারের সামর্থ্যে তাঁদের অবিচল বিশ্বাস!

বেশ শক্তিশালী দল নিয়ে বিশ্বকাপের এবারের সংস্করণে অংশ নেওয়া ভারতকেও অনেকেই ফেবারিট মনে করছেন। ভারতের কেরালা রাজ্যের কান্নুর জেলার এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা তো সংখ্যাতত্ত্ব ব্যবহার করে জানিয়েও দিলেন ভারতের বিশ্বকাপ জয় অবশ্যম্ভাবী!

সংখ্যাতত্ত্ববিদ এম কে দামোদারান আগেও বেশ কিছু আন্তর্জাতিক ক্রীড়া আসর এবং রাজনৈতিক পালাবদলের বিষয়ে সংখ্যাতত্ত্ব ঘেঁটে নিখুঁত ফলাফল নির্ণয় করেছেন। যার মাঝে ২০১১ ক্রিকেট বিশ্বকাপে ভারতের জয়ের ভবিষ্যদ্বাণীও রয়েছে। ২০১১ সালে ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসকে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘২, ৬ ও ৭—এই তিনটি সংখ্যা মহেন্দ্র সিং ধোনির বিশ্বকাপ জয়ে ভূমিকা রেখেছে। ধোনির “ভাগ্যসংখ্যা” ৩৩।’

‘এবারের বিশ্বকাপ ভারত জিতবে’—মন্তব্যটি সংখ্যাতত্ত্ব দিয়ে প্রমাণ করতে গিয়ে দামোদারান বলেন, ‘বিরাট কোহলির জন্মসংখ্যা ৫ এবং গুপ্তসংখ্যাও ৫। বিস্ময়করভাবে ধোনির মতো কোহলির “ভাগ্যসংখ্যা”ও ৩৩। এদিক দিয়ে ধোনি ও কোহলির মাঝে দারুণ রসায়ন রয়েছে।’

দামোদারান আরও বলেন, ‘কোহলির জন্ম তারিখ ০৫/১১/১৯৮৮ এবং সে বৃশ্চিক রাশির জাতক, যার সঙ্গে ৯ সংখ্যাটির সম্পর্ক রয়েছে। সুতরাং ৩, ৬ ও ৯ সংখ্যাগুলো তাঁর জন্য সৌভাগ্য প্রসূত। তাঁর ভাগ্য সংখ্যা ৩৩ এবং কোহলির বয়সটাও তাঁর জন্য সৌভাগ্য প্রসূত ৩০ (৩+০)। আর এই তথ্যগুলো একটি বিষয়কেই ইঙ্গিত করছে, ধোনি-কোহলিদের হাত ধরেই এবার ভারতের ঘরে উঠবে তৃতীয় বিশ্বকাপ।’

কপিল দেবের বিশ্বকাপ জয়কেও সংখ্যাতত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে গিয়ে দামোদারান বলেন, ‘৩, ৬ ও ৯ সংখ্যাগুলো কপিল দেবের জন্য সৌভাগ্যপ্রসূত ছিল। তাঁর জন্মসংখ্যা ছিল ৬ এবং গুপ্তসংখ্যা ৩০ (৩+০)। অধিনায়ক হিসেবে তিনি ১৯৮৩ (১+৯+৮+৩) বিশ্বকাপ জয় করেন। সেটা ছিল তৃতীয় বিশ্বকাপ এবং কপিলের বয়স তখন ছিল (২+৪=৬)। আর সংখ্যাতত্ত্বের দিক দিয়ে এবারের বিশ্বকাপটি হচ্ছে ১২তম সংস্করণ (১+২=৩), ৩ এবং ১২ সংখ্যা দুটি একই উৎস থেকে এসেছে।’