সব ভুল স্বীকার আর্জেন্টাইন কোচের

নিজেদের দোষ স্বীকার করেছেন স্কালোনি। ছবি: টুইটার
নিজেদের দোষ স্বীকার করেছেন স্কালোনি। ছবি: টুইটার
কলম্বিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরে কোপা অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। হারের জন্য নিজের দলের কাউকে আলাদাভাবে দোষ দিতে রাজি হননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। কলম্বিয়াকে দিয়েছেন পুরো কৃতিত্ব

পরাজয় দিয়ে এবারের কোপা শুরু করেছে আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরে মাথা হেঁট তাদের। কিন্তু এমনটা কেন হলো?

ঠিক কী সমস্যা ছিল লিওনেল মেসির দলের? কোচ লিওনেল স্কালোনির মতে, কলম্বিয়া যোগ্যতর দল হিসেবেই ম্যাচ জিতেছে।

আর্জেন্টিনা গোল খেয়েছে নিজেদের দোষেই, মনে করেন স্কালোনি। এগুলো যত তাড়াতাড়ি ঠিক করা যাবে, মঙ্গল ততই, ‘প্রত্যেক গোল হজম করার পেছনেই আমাদের কিছু দোষ ছিল। কিছু ভুল ছিল। সেগুলো ঠিক করতে হবে তাড়াতাড়ি।’
খালি চোখে খেলা যারা দেখেছেন, তাদের অনেকের কাছে রেনজো সারাভিয়া, অ্যাঙ্গেল ডি মারিয়া, গিদো রদ্রিগেজদের খেলা বাজে লেগেছে। কিন্তু আর্জেন্টিনা কোচ স্কালোনির চোখে কার খেলা খারাপ লেগেছে? এ প্রশ্নের জবাবে আলাদাভাবে কাউকে দোষারোপ করতে রাজি হননি স্কালোনি, ‘আমি আলাদাভাবে কাউকে কাঠগড়ায় দাঁড়া করাতে আগ্রহী নই। আমরা এখানে সবাই একসঙ্গে হেরেছি। দল হিসেবে।’

প্রথমার্ধে কোনো দল গোল না করতে পারলেও বিরক্তিকর খেলেছে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে দুই গোল খেয়ে বসে। তবে স্কালোনি পুরো খেলা থেকেই ইতিবাচক কিছু খুঁজছেন, ‘আমার মনে হয়েছে আমরা দ্বিতীয়ার্ধে বেশ ভালো খেলেছি। আমরা দুই-তিনজনকে মাঠে নামিয়েছি। দল আরও আক্রমণ করার জন্য উদ্বুদ্ধ ছিল। খেলোয়াড়দের মানসিকতায় পরিবর্তন এসেছিল। আমরা বেশ কিছু ভালো পরিস্থিতি সৃষ্টি করেছিলাম।’

কলম্বিয়াকে তাদের যোগ্য সম্মান দিয়েছেন স্কালোনি ম্যাচ শেষে, ‘দুর্দান্ত একটা কাউন্টার-অ্যাটাকে গোল খেয়ে বসেছি। কলম্বিয়া অনেক ভালো দল, এটা মানতেই হবে।’

প্রথম ম্যাচ হারলেও দল যে খুবই তাড়াতাড়ি জয়ের ধারায় ফিরে আসবে, এ ব্যাপারে আশাবাদী স্কালোনি, ‘আমার খেলোয়াড়েরা বেশ ভালোই জানে এটা একটা দীর্ঘ টুর্নামেন্ট। আরও দুই ম্যাচ বাকি আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো যা কিছু ভালো করেছি সেগুলো চালিয়ে যাওয়া আর ভুলগুলো ঠিক করা।’