বাংলাদেশের ক্রিকেটের স্মরণীয় এক স্কোরকার্ড

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ স্কোর

টস: বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজ

রান

বল

গেইল ক মুশফিক ব সাইফউদ্দিন

১৩

লুইস ক অতি. ব সাকিব

৭০

৬৭

হোপ ক লিটন ব মোস্তাফিজ

৯৬

১২১

পুরান ক সৌম্য ব সাকিব

২৫

৩০

হেটমায়ার ক তামিম ব মোস্তাফিজ

৫০

২৬

রাসেল ক মুশফিক ব মোস্তাফিজ

হোল্ডার ক মাহমুদউল্লাহ ব সাইফউদ্দিন

৩৩

১৫

ব্রাভো ব সাইফউদ্দিন

১৯

১৫

টমাস অপরাজিত

১১

অতিরিক্ত (লেবা ৬, ও ১৬)            

২২

 

 

 

মোট (৫০ ওভারে, ৮ উইকেটে)       

৩২১

 

 

 

উইকেট পতন: ১-৬ (গেইল, ৩.২ ওভার), ২-১২২ (লুইস, ২৪.৩), ৩-১৫৯ (পুরান, ৩২.২), ৪-২৪২ (হেটমায়ার, ৩৯.৩), ৫-২৪৩ (রাসেল, ৩৯.৬), ৬-২৮২ (হোল্ডার, ৪৩.৪), ৭-২৯৭ (হোপ, ৪৬.৬), ৮-৩২১ (ব্রাভো, ৪৯.৬)

বোলিং: মাশরাফি ৮-১-৩৭-০, সাইফউদ্দিন ১০-১-৭২-৩ (ও ৬), মোস্তাফিজ ৯-০-৫৯-৩ (ও ৫), মিরাজ ৯-০-৫৭-০ (ও ১), মোসাদ্দেক ৬-০-৩৬-০, সাকিব ৮-০-৫৪-২

বাংলাদেশ

রান

বল

তামিম রানআউট

৪৮

৫৩

সৌম্য ক গেইল ব রাসেল

২৯

২৩

সাকিব অপরাজিত

১২৪

৯৯

১৬

মুশফিক ক হোপ ব টমাস

লিটন অপরাজিত

৯৪

৬৯

অতিরিক্ত (বা ১, ও ২৫)

২৬

 

 

 

মোট (৪১.৩ ওভারে, ৩ উইকেটে)

৩২২

 

 

 

উইকেট পতন: ১–৫২ (সৌম্য, ৮.২), ২–১২১ (তামিম, ১৭.৩), ৩-১৩৩ (মুশফিক, ১৮.৬)

বোলিং: কটরেল ১০–০–৬৫–০ (ও ৩), হোল্ডার ৯–০–৬২–০ (ও ১), রাসেল ৬–০–৪২–১ (ও ১), গ্যাব্রিয়েল ৮.৩–০–৭৮–০ (ও ২), টমাস ৬–০–৫২–১ (ও ৫), গেইল ২–০–২২–০ (ও ১)

ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: সাকিব আল হাসান