বার্সার সাবেক কোচ ছাড়লেন স্পেনের দায়িত্বও

লুই এনরিকে। এএফপি ফাইল ছবি
লুই এনরিকে। এএফপি ফাইল ছবি
>স্পেনের কোচ পদ থেকে সরে দাঁড়িয়েছেন লুই এনরিকে। তাঁর জায়গায় দায়িত্ব পাচ্ছেন রবার্ট মোরেনো।

স্পেন জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন মাত্র ১১ মাস আগে। এর মধ্যেই স্প্যানিশদের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন লুই এনরিকে। এনরিকের সরে দাঁড়ানোর খবর নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

‘ব্যক্তিগত কারণে’ অব্যাহতি নিয়েছেন এনরিকে, এমনটাই জানিয়েছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুই রুবিয়ালেস। তবে সেই ব্যক্তিগত কারণটা ঠিক কী, সে বিষয়ে এনরিকে বা স্প্যানিশ ফেডারেশনের কেউই মুখ খোলেননি।

২০১৮ সালের জুলাইতে দুই বছরের চুক্তিতে সার্জিও রামোসদের দায়িত্ব নিয়েছিলেন সাবেক বার্সেলোনা কোচ এনরিকে। রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকে স্পেনের বিদায়ের পর এনরিকের হাতে দায়িত্ব তুলে দিয়েছিল স্প্যানিশ ফেডারেশন।

এনরিকের বিদায়ের খবর নিশ্চিত করে রুবিয়ালেস বলেন, ‘এটি সম্পূর্ণই এনরিকের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমাদের কাছে তাঁর স্মৃতি সব সময় অটুট থাকবে। ব্যক্তিগত কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে সে। আমাদের মনে হয়েছে দুই পক্ষের আলাদা হওয়াই সেরা সিদ্ধান্ত ছিল।’

কাল আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা আসলেও গত মার্চ মাস থেকেই স্পেন দলের সঙ্গে ছিলেন না ৪৯ বছর বয়সী এনরিকে। তাঁর অনুপস্থিতিতে স্পেনের দায়িত্ব সামলাচ্ছিলেন রবার্ট মোরেনো। এনরিকের বিদায়ের পর মোরেনোর হাতেই আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।

এনরিকের অধীনে সদ্য সমাপ্ত নেশনস লিগের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় স্পেন। ২০২০ ইউরো বাছাইপর্বে নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ই স্পেনের ডাগআউটে এনরিকের শেষ ম্যাচ হয়ে থাকবে। মোরেনোর অধীনে নিজেদের শেষ তিন ম্যাচেই জিতেছে স্পেন।

এর আগে রোমা, সেল্টা ভিগো ও বার্সেলোনাতেও এনরিকের সহকারী হিসেবে কাজ করেছিলেন ৪১ বছর বয়সী মোরেনো। গত এক বছরে স্পেনের দায়িত্ব নেওয়া চতুর্থ কোচ হলেন মোরেনো। রাশিয়া বিশ্বকাপের ঠিক আগের দিন হুলেন লোপেতেগিকে বরখাস্ত করে দায়িত্ব দেওয়া হয়েছিল ফার্নান্দো হিয়েরোকে। রাশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার পর হিয়েরোর স্থলাভিষিক্ত হয়েছিলেন এনরিকে।