জুনের গরম আবার টের পেল বাংলাদেশের বোলাররা!

এই বিশ্বকাপেই বাংলাদেশের বিপক্ষে ৩৮০ পেরোনো দুটি স্কোর হলো। ছবি: প্রথম আলো
এই বিশ্বকাপেই বাংলাদেশের বিপক্ষে ৩৮০ পেরোনো দুটি স্কোর হলো। ছবি: প্রথম আলো
>জুন মাসের উত্তাপ বাংলাদেশের বোলাররা বেশ ভালো টের পেয়েছে। বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত ৩৫০-এর বেশি স্কোর হয়েছে ১০টি। এর ৫টিই জুন মাসে। শুধু তা-ই নয়; বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ চারটি স্কোরই হয়েছে জুনে। ২০০৫ সালের ২১ জুন যেমন ট্রেন্টব্রিজের এই মাঠে ৩৯১ রান তুলেছিল ইংল্যান্ড। সেই মাঠেই আজ অস্ট্রেলিয়া তুলল ৩৮১।

বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ১০ স্কোর

দল

স্কোর

মাঠ

সাল

ইংল্যান্ড

৩৯১/৪

ট্রেন্টব্রিজ

২১ জুন ২০০৫

ইংল্যান্ড

৩৮৬/৬

কার্ডিফ

৮ জুন ২০১৯

অস্ট্রেলিয়া

৩৮১/৪

ট্রেন্টব্রিজ

২০ জুন ২০১৯

পাকিস্তান

৩৮৫/৭

ডাম্বুলা

২১ জুন ২০১০

ভারত

৩৭০/৪

ঢাকা

১৯ ফেব. ২০১১

দ. আফ্রিকা

৩৬৯/৬

ইস্ট লন্ডন

২২ অক্টো. ২০১৭

অস্ট্রেলিয়া

৩৬১/৮

ঢাকা

১৩ এপ্রিল ২০১১

দ. আফ্রিকা

৩৫৮/৪

বেনোনি

৯ নভে. ২০০৮

শ্রীলঙ্কা

৩৫৭/৯

লাহোর

২৫ জুন ২০০৮

দ. আফ্রিকা

৩৫৩/৬

পার্ল

১৮ অক্টো. ২০১৭