কোথায় হেরেছেন জানিয়ে দিলেন মাশরাফি

>
ব্যাটসম্যানরা আজ সাধ্যমতো চেষ্টা করেছেন। ছবি: প্রথম আলো
ব্যাটসম্যানরা আজ সাধ্যমতো চেষ্টা করেছেন। ছবি: প্রথম আলো

৩৮২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করা সহজ হবে না, সেটা জানা ছিল। কিন্তু আগের ম্যাচে রেকর্ড রান তাড়ার ঘটনাটা কিছুটা আশা জাগিয়েছিল। কিন্তু বিশ্বকাপে রান তাড়ার রেকর্ড গড়া হয়নি মাশরাফিদের পক্ষে।

বাংলাদেশের বোলারদের বেদম প্রহার করে ৩৮২ রানের বিশাল লক্ষ্য চাপিয়ে দিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। মাথার ওপর এত বড় লক্ষ্যের বোঝা নিয়ে রান তাড়া করা সম্ভব হয়ে ওঠেনি বাংলাদেশের পক্ষে। তবু সাকিব, তামিম, মুশফিক, রিয়াদরা চেষ্টা করেছেন শেষ পর্যন্ত। কিন্তু ক্রিকেট বিশ্বকাপের মতো বড় মঞ্চে তিন শ রান তাড়া করে জেতাই যেখানে কঠিন, চার শ ছোঁয়া স্কোর তো প্রায় অসম্ভব!

ম্যাচ–পরবর্তী পুরস্কার বিতরণীতে ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের প্রশ্নের জবাবে মাশরাফিও অকপটে স্বীকার করলেন, বোলিংয়ে ম্যাচ খুইয়েছে বাংলাদেশ, ‘আমরা ৪০-৫০ রান বেশি দিয়েছি শেষের দিকে। নাহলে ব্যাটসম্যানরা ভিন্ন মানসিকতা নিয়ে খেলতে পারত, রান তাড়ার ধরনটাও ভিন্ন হতো। তবে ওয়ার্নার এবং অন্য অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের প্রশংসা করতে হবে, তারা দারুণ ব্যাটিং করেছে। মুশফিক, সাকিব, তামিম এবং শেষের দিকে রিয়াদ ভালো ব্যাটিং করেছে।’

নিজেদের ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রান তোলার রেকর্ড গড়ল আজ বাংলাদেশ। ৩৩৩ রান করে ম্যাচে জয় না পেলেও রান তাড়ায় হাল ছাড়েনি বাংলাদেশ। এই লড়াকু দলটিই ওয়ানডেতে বাংলাদেশের সর্বকালের সেরা দল কি না, সেই প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘আমি মনে করি, বর্তমান সময়ে এটাই আমাদের সেরা দল। সামনে হয়তো নতুন অনেক মুখ দলে আসবে, তবে বর্তমানে এটাই আমাদের সেরা দল।’

ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে ডেভিড ওয়ার্নার বাতলে দিলেন বড় লক্ষ্য দাঁড় করার রেসিপি। শুরুতে ধীরগতিতে রান নিলেও হাতে উইকেট রেখে শেষের দিকে দ্রুত রান তোলার মাধ্যমেই বড় সংগ্রহ তৈরি করা যায়। মাশরাফি বাংলাদেশের ইনিংসে শুরুতে উইকেট হারানোকেই কাঠগড়ায় তুললেন, ‘সৌম্য রান আউট হওয়ার পর থেকেই আমাদের পতন শুরু। তামিম এবং সাকিব এরপর চেষ্টা করেছিল। কিন্তু ৩৮১ রান তাড়া করা মোটেও সহজ নয়।’

আজকের হারের ফলে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সমীকরণটিও বেশ কঠিন হয়ে উঠল। বাকি তিনটি ম্যাচের সব কটি জিতেও তাকিয়ে থাকতে হবে অন্যদের ফলাফলের দিকে। মাশরাফিও বিষয়টি তুলে ধরলেন রাখঢাক না করে, ‘সেমিফাইনালে যেতে হলে বাকি ম্যাচগুলো জিততে হবে। অন্যদের সুবাদে কিছু সমীকরণ তৈরি হতে পারে। তবে আমাদের নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে।’