প্রতি ম্যাচকেই শেষ ম্যাচ মনে করো, মুশফিককে তাঁর বাবা

আগামী তিন ম্যাচেও মুশফিকের ব্যাটে রান দেখতে চাইবে বাংলাদেশ। ছবি: শামসুল হক
আগামী তিন ম্যাচেও মুশফিকের ব্যাটে রান দেখতে চাইবে বাংলাদেশ। ছবি: শামসুল হক
ছেলেকে আরও উজ্জীবিত করতে ইংল্যান্ডে যাচ্ছেন মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ।

‘এবারের বিশ্বকাপকে ঘিরে মুশফিক যেভাবে নিজেকে প্রস্তুত করেছিল, তাতে আত্মবিশ্বাসী ছিলাম, ও একাধিক সেঞ্চুরি করবে। এর আগে একটি ম্যাচে ৭৮ করে আউট হওয়ায় হতাশ হয়েছিলাম। কিন্তু মুশফিক যে সেঞ্চুরি পাবে, সে ব্যাপারে আত্মবিশ্বাস হারাইনি।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির পর এভাবেই নিজের অনুভূতির কথা জানাচ্ছিলেন মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ। ম্যাচ হারলেও বাংলাদেশের বড় প্রাপ্তি ছিল মুশফিকের সেঞ্চুরি। তৃতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি পেয়েছেন মুশফিক, সেটিও মিচেল স্টার্ক-প্যাট কামিন্সদের মতো বোলারদের সামলে। ছেলেকে আরও উজ্জীবিত করতে এবার ইংল্যান্ডে উড়ান দিচ্ছেন মুশফিকের বাবা।

জানতে চাইলে প্রথম আলোকে মাহবুব হামিদ বলেন, ‘বৃহস্পতিবারের ম্যাচে সেঞ্চুরি মুশফিকের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এখন ওর ব্যাট থেকে আরেকটি সেঞ্চুরির অপেক্ষায় আছি। আমি গ্যালারিতে থাকলে মুশফিক বেশি উজ্জীবিত হয়। এ কারণেই ওকে উৎসাহ দিতে ইংল্যান্ডে যাচ্ছি।’

এর আগে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৮ রান করলেও সেঞ্চুরি পাননি মুশফিক। ক্রিকেট বিশ্বকাপে সেঞ্চুরি না থাকার অতৃপ্তি ঘুচিয়েছেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে অপরাজিত ১০২ রানের ইনিংস খেলে। ছেলের এমন ইনিংস সন্তুষ্টি দিচ্ছে বাবাকেও, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে মুশফিক আবার স্বরূপে ফিরেছে। শুরু থেকেই ওর চোখে আত্মবিশ্বাসের ছাপ দেখতে পেয়েছি। পুরো ম্যাচেই খুব ঠাণ্ডা মাথায় খেলেছে। মাহমুদউল্লাহর সঙ্গে জুটিটাও বেশ ভালো হয়েছে।’

ছেলেকে উদ্দীপ্ত করতে কিছু পরামর্শও দিয়েছেন মুশফিকের বাবা, ‘এই সাফল্যে থেমে গেলে চলবে না। সামনে আরও ভালো খেলতে হবে। প্রতিটি ম্যাচকেই ক্যারিয়ারের শেষ ম্যাচ মনে করে পারফর্ম করতে হবে।’