বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ের শীর্ষেও যেতে পারে

বিশ্বকাপে বাংলাদেশের মাঠের পারফরম্যান্স ভবিষ্যৎ নিয়ে আশাবাদী করে তুলছে হাসিকে। ছবি: এএফপি
বিশ্বকাপে বাংলাদেশের মাঠের পারফরম্যান্স ভবিষ্যৎ নিয়ে আশাবাদী করে তুলছে হাসিকে। ছবি: এএফপি
অস্ট্রেলিয়ার সঙ্গে জয়ের জন্য বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে এক মুহূর্তের জন্যও হাল ছাড়েনি বাংলাদেশ। বাংলাদেশের এই লড়াকু মানসিকতার প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইক হাসি।

ট্রেন্টব্রিজে কালকের দিনটা বাংলাদেশের বোলারদের জন্য ছিল অভিশপ্ত। ওয়ার্নার-খাজারা রুদ্র মূর্তি ধারণ করে বোলারদের যম হিসেবেই আবির্ভূত হয়েছিলেন যেন। প্রতিপক্ষের রানবন্যায় কোনো ক্রমেই বাঁধ দিতে পারেনি বাংলাদেশ। ৩৮২ রানের বিশাল লক্ষ্য পেয়েছিল বাংলাদেশ।

সেই লক্ষ্যে ব্যাটসম্যানরা বুক চিতিয়ে লড়াই করেছেন। সাধ্যের সবটুকু উজাড় করে দিয়েও অস্ট্রেলিয়ার রানের পাহাড় পাড়ি দেওয়া সম্ভব হয়নি। তবে ব্যাটিংয়ে লড়াকু মনোভাবের সুবাদে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইক হাসির প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ। এভাবে খেলতে থাকলে আগামী দিনগুলোতে বিশ্ব ক্রিকেটের পরাশক্তি হিসেবে নিজেদের অবস্থান গড়ে নেওয়া খুব কঠিন হবে না বাংলাদেশের জন্য, এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডেতে প্রায় সাড়ে পাঁচ হাজার রানের মালিক হাসি।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ পরবর্তী অনুষ্ঠান ‘ম্যাচ ডে’তে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করতে গিয়ে হাসি বলেন,‘অস্ট্রেলিয়া জয় পেয়েছে ঠিকই, কিন্তু অনেক লড়াই করে জয়টি অর্জন করতে হয়েছে। অনেক বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশ যে লড়াকু মনোভাব প্রদর্শন করেছে, তার জন্য আমি বাংলাদেশকে “টুপি খোলা” অভিবাদন জানাতে চাই। তারা কখনো হাল ছাড়েনি, শেষ পর্যন্ত লড়াই করেছে।’

এ সময় বাংলাদেশের ব্যাটিংয়ে ক্রমাগত উন্নতির বিষয়টিতেও দৃষ্টি দিয়েছেন অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট বিশ্বকাপ জেতা এই ব্যাটসম্যান, ‘বাংলাদেশের ব্যাটিংয়ে উন্নতি চোখে পড়ার মতো। ব্যাটিংয়ের দিক দিয়ে তারা এখন অস্ট্রেলিয়ার সমান্তরালে রয়েছে।’

দুর্বল বোলিংয়ের ফলেই যে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়েছে বাংলাদেশ সেটিও উঠে এসেছে হাসির কথায়, ‘দুই দলের মাঝে পার্থক্য গড়ে দিয়েছে তাদের বোলিং।’ কী করলে বাংলাদেশ আগামী দিনগুলোতে বিশ্ব ক্রিকেটে রাজত্ব করবে, সেই বিষয়টিও বাতলে দিলেন, ‘তাদের মূলত বোলিং নিয়ে কাজ করতে হবে। দু-একজন রহস্য স্পিনার এবং একজন গতিময় পেসার যদি তারা দলে আনতে পারে, র‍্যাঙ্কিংয়ের শীর্ষ অবস্থানে যেতে বাংলাদেশের খুব একটা বেগ পেতে হবে না।’

পথটা সঙিন না হলেও সেমিফাইনালের সমীকরণে এখনো টিকে আছে বাংলাদেশ। সাউদাম্পটনে পরবর্তী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে মাশরাফিদের জয়ের কোনো বিকল্প নেই।