আফ্রিদির আশা, একদিন কোহলির উচ্চতায় উঠবেন বাবর আজম

বাবর আজমকে বড় ইনিংস খেলার তাগিদ দিয়েছেন আফ্রিদি। ছবিঃ এএফপি
বাবর আজমকে বড় ইনিংস খেলার তাগিদ দিয়েছেন আফ্রিদি। ছবিঃ এএফপি
>

আপাতদৃষ্টিতে পাকিস্তানের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান বাবর আজম। তিনে নামা এ ব্যাটসম্যানের ধারাবাহিকতা চোখে পড়েছে আফ্রিদিরও। তাঁর ধারণা অদূর ভবিষ্যতে এ ব্যাটসম্যান বিরাট কোহলির উচ্চতায় উঠতে পারেন

২০১৯ ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ রান করেছেন বাবর আজম। তাও মাত্র ১৬৩ রান। কিন্তু বাবর আজমকে অনেক উঁচু মাপের ব্যাটসম্যান বলেই মনে করেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের নির্ভরযোগ্য এ ব্যাটসম্যান একদিন বিরাট কোহলির উচ্চতায় উঠবেন বলে প্রত্যাশা করেন আফ্রিদি।

ইংল্যান্ডে সময়টা ভালো কাটছে না পাকিস্তানের। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগেই তেমন ভালো করতে পারছে না দল। তবে এর মাঝেও আশা খুঁজে পেয়েছেন আফ্রিদি। বাবর আজমের ব্যাটিং মুগ্ধ করেছে করেছে তাঁকে, ‘এ সময় পাকিস্তান দলে একজন খেলোয়াড়ই শুধুমাত্র ধারাবাহিক, আর সে হচ্ছে বাবর আজম।’

তবে তাঁর ধারাবাহিকতা যে পাকিস্তানের খুব একটা কাজে দিয়েছে তা নয়। একমাত্র ইংল্যান্ড ছাড়া কারও বিপক্ষেই জয় আসেনি। ব্যাপারটা আফ্রিদিও মানছেন, ‘৫০-৬০ রানের ইনিংসগুলো তাকে বড় মাপের খেলোয়াড় বানাবে না। পাকিস্তান ক্রিকেটের জন্যও এ রান খুব উপকারেও আসবে না। ওর বড় ইনিংস খেলতে হবে, যেমনটা ভারতীয় ব্যাটসম্যানরা খেলে। যখনই সে খেলে বড় ইনিংস খেলতে হবে। তবে এটা নির্ভর করে ব্যাটিং এর সময় ওর মানসিক অবস্থা এবং কি রকম কোচিং করানো হচ্ছে তার ওপর।’

কথায় আছে না ,মানুষ আশায় বাঁধে ঘর। আফ্রিদিও বেঁধেছেন। বাবরকে ঘিরেই তাঁর যত প্রত্যাশা, ‘আমি আশা করি একদিন বাবর আজম খুব বড় মাপের খেলোয়াড় হবেন, যেমনটা বিরাট কোহলি।’ দেখা যাক আফ্রিদির প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন বাবর।