কোহলিও ফিরলেন, চাপে ভারত

শুরুতেই রোহিত শর্মাকে ফিরিয়েছেন মুজিব উর রেহমান। ছবি: রয়টার্স
শুরুতেই রোহিত শর্মাকে ফিরিয়েছেন মুজিব উর রেহমান। ছবি: রয়টার্স
আফগানিস্তানের বিপক্ষে ৩২ ওভার শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১৩৮ রান।

আফগানিস্তানের বোলিং আক্রমণের সবচেয়ে বড় ভরসা তাদের স্পিনাররা। ঘুমিয়ে ঘুমিয়েও স্পিন খেলতে পারেন বলে পরিচিতি আছে যাদের, সেই ভারতীয় ব্যাটসম্যানদের সামনে আফগান স্পিনাররা কতটুকু কার্যকরী হবেন, তা নিয়ে সন্দিহান ছিলেন অনেকে। আফগান স্পিনাররা কিন্তু ভালোই করছেন। ২০ ওভারের মধ্যেই তুলে নিয়েছেন ভারতের দুই ওপেনারকে। রানের চাকাও আটকে রেখেছেন অনেকটাই। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভার শেষে ভারতের রান ৪ উইকেটে ১৩৮।

পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচেই বড় সেঞ্চুরি পেয়েছিলেন রোহিত শর্মা। আফগান বোলিং আক্রমণকে সামনে পেয়ে রোহিতের সামনে সুযোগ ছিল ক্রিকেট বিশ্বকাপে নিজের সংগ্রহকে আরও বাড়িয়ে নেওয়ার। তবে সেটি হতে দেননি মুজিব উর রেহমান। পঞ্চম ওভারেই রোহিতকে ফিরিয়েছেন মাত্র ১ রানে। বোলিংটাও করেছেন আঁটসাঁট, ৬ ওভার বোলিং করে দিয়েছেন মাত্র ১৮ রান।

আরেক ওপেনার লোকেশ রাহুলের উইকেটটিও গেছে স্পিনারের দখলেই। মোহাম্মদ নবীর নিরীহ দর্শন বলে রিভার্স সুইপ করতে গিয়ে শর্ট থার্ড ম্যানে ক্যাচ দিয়ে ফিরেছেন ৩০ রানে। নবীও দারুণ কিপটে বোলিং করেছেন, ৫ ওভারে খরচ করেছেন মাত্র ১৭ রান।

এ ম্যাচের অন্যতম বিজ্ঞাপন বিরাট কোহলি আর রশিদ খানের লড়াই। আন্তর্জাতিক ক্রিকেট এই প্রথম মুখোমুখি হয়েছেন দুজন। দ্বিতীয়বার বিশ্বকাপ খেলতে আসা দলটি অবশ্য এর মধ্যেই নিজেদের রিভিউ হারিয়ে ফেলেছে। ৬৩ বলে ৬৭ রান করে মোহাম্মদ নবীর বলে ফিরে গেছেন।

(তাৎক্ষণিক আপডেটের কারণে শিরোনাম ও প্রতিবেদনে অমিল থাকতে পারে)