সমালোচনায় পরিবারকে না জড়াতে অনুরোধ ওয়াহাবের

একদিকে বিশ্বকাপে টানা হারের লজ্জা, সে সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বিনা প্রতিরোধে ম্যাচ খোয়ানো। দলের এই পতন সমর্থকদের জন্য মেনে নেওয়া কঠিন। কিন্তু সমালোচনা করতে গিয়ে ক্রমেই মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন কেউ কেউ। পেসার ওয়াহাব রিয়াজ সমালোচকদের তাই কিছুটা অনুনয়ের সুরেই রাগ সংবরণ করতে বললেন।
সমালোচকদের পরিবার টানতে মানা করলেন ওয়াহাব রিয়াজ। ছবি: রয়টার্স
সমালোচকদের পরিবার টানতে মানা করলেন ওয়াহাব রিয়াজ। ছবি: রয়টার্স

সমালোচনা আর সমালোচনা! ভারতের সঙ্গে হারের পর সমালোচকেরা যেন আদা-জল খেয়ে পাকিস্তান দলকে তুচ্ছ করায় মেতেছেন। আর করবে নাই-বা কেন! একের পর এক হারে যে বিশ্বকাপ থেকে বিদায়ের দোরগোড়ায় পাকিস্তান। ফর্মের তলানিতে থেকেই আমির-সরফরাজরা বিশ্বকাপে এসেছিলেন। কিন্তু তবুও সমর্থকেরা আশায় ছিলেন, হয়তো উপলক্ষের বদান্যতায় চ্যাম্পিয়নস ট্রফির মতো আরেকটি মিরাকল হবে।

সে আশায় গুড়ে বালি! কাল শ্রীলঙ্কার জয়ের আগে তো পাকিস্তানের বিশ্বকাপ শেষ বলেই মনে হচ্ছিল। পাকিস্তান দলও দেশে ফেরার প্রস্তুতি নিয়ে রেখেছিল। খোদ অধিনায়ক সরফরাজ সতীর্থদের তাতিয়ে দিতে বলেছেন, ‘দেশে আমি একা ফিরব না, তোমাদেরও ফিরতে হবে।’

দেশে ফেরার পর্ব পরে, আগে বিশ্বকাপ তো শেষ হতে হবে। বিশ্বকাপের পাকিস্তানের পরের ম্যাচ আগামীকাল। আরেক অভাগা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। সেমিফাইনালের ‘অতি ক্ষুদ্র’ আশাটিকে বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় ভিন্ন কিছুই কাজে আসবে না। তবে সেই ম্যাচের আগে সমালোচকদের কটু কথায় কিছুটা বাঁধ দিতে অনুরোধ করলেন পেসার ওয়াহাব রিয়াজ। বিশেষভাবে সমালোচনা করতে গিয়ে ক্রিকেটারদের পরিবারকে টেনে আনাতে আপত্তি জানিয়েছেন, ‘ব্যক্তিগত আক্রমণ ক্রিকেটারদের মনোবল ভেঙে দেয়। আমাদের সমালোচনা করুন, মাঠের পারফরম্যান্স নিয়ে কাটা-ছেড়া করুন, তাতে কোনো সমস্যা নেই; কিন্তু অযথা আমাদের পরিবারকে এসবের মধ্যে টেনে আনবেন না।’

ভারতের সঙ্গে হারের ফলে সমর্থকদের মাঝে সৃষ্ট ক্ষোভের বিষয়টির মেনে নিয়েছেন ওয়াহাব, ‘ভারতের সাথে হারটা আমরাও স্বাভাবিকভাবে নিতে পারছি না। আমরা সমর্থকদের হতাশ করেছি। তবে সমর্থকদের উদ্দেশ্যে শুধু এটুকুই বলব যে, আমরা আপনাদের চাইতেও বেশি ব্যথিত এবং হতাশ হয়েছি।’

এবারের ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে দলটির হয়ে যে দু-একজন ভালো করছেন, তাঁদের একজন ওয়াহাব। এখনো পাকিস্তানের সামনে সেমিফাইনাল এবং ফাইনালে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন ওয়াহাব, ‘পাকিস্তান চাপের মধ্যে বেশি ভালো খেলে। ইনশাআল্লাহ আমরা সেমিফাইনাল এবং ফাইনাল খেলবো। আমাদের লক্ষ্য এখন দক্ষিণ আফ্রিকাকে হারানো, এটা বাদে আমরা আর অন্য কিছু ভাবছি না।’