আর্জেন্টিনার অবস্থা এখন এত বাজে?

আর্জেন্টিনার এই ভঙ্গুর অবস্থার জন্য দায়ী কে? ছবিঃ টুইটার
আর্জেন্টিনার এই ভঙ্গুর অবস্থার জন্য দায়ী কে? ছবিঃ টুইটার
কোপা আমেরিকায় গ্রুপ পর্বের দুই ম্যাচ খেলে এখনো জয়ের মুখ দেখেনি আর্জেন্টিনা। স্বাভাবিকভাবেই কোচ লিওনেল স্কালোনির দিকে ধেয়ে যাচ্ছে সমালোচনার তির। তবে এ ক্ষেত্রে স্কালোনিকে বলির পাঁঠা না বানিয়ে সমস্যার গভীরে দৃষ্টি দিতে বললেন দেশটির প্রথম বিশ্বকাপজয়ী কোচ সেজার লুইস মেনোত্তি

কোপা আমেরিকার ১৪টি ট্রফি বুয়েনস এইরেসে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন অফিসের ট্রফি কেসে শোভা পাচ্ছে। অথচ ১৯৯৩ সালের পর দীর্ঘ ২৬ বছরে আরও চারবার ফাইনালে উঠেও দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের স্মারকটি আর ছুঁয়ে দেখা হয়নি লা আলবিসেলেস্তেদের।

বর্তমান দলের এতটাই ভঙ্গুর দশা যে ফেবারিট হিসেবে এবার আর ম্যারাডোনা-বাতিস্তুতার উত্তরসূরিদের নাম উচ্চারিত হচ্ছে না। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে নিজেদের ছন্নছাড়া খেলা দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করার কোনো উপায়ও রাখেননি মেসিরা। কাতারের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পাওয়া এখন অপরিহার্য।

দল খারাপ খেললে খেলোয়াড় এবং কোচদের ওপর সমালোচনার খড়্গ নেমে আসাটাই স্বাভাবিক, হচ্ছেও তা–ই। তবে ১৯৭৮ সালে আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়া কোচ সেজার লুইস মেনোত্তি মনে করেন সমস্যাটা আর্জেন্টিনার বর্তমান ফুটবল সংস্কৃতিতে। আর তাই ইতিহাসের সেরা কোচরা দায়িত্ব নিলেও এই আর্জেন্টিনার হারানো গৌরব ফিরে পেতে অনেক বেগ পেতে হবে বলেই মত তাঁর, ‘আর্জেন্টিনার বর্তমান অবস্থা বেশ জটিল। ক্রুইফ বা গার্দিওলাকে কোচ হিসেবে এনেও বর্তমান অবস্থা থেকে বের হওয়া সম্ভব হবে না।’

আর্জেন্টাইন দৈনিক দিয়ারিও পপুলারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘স্কালোনিকে নিয়ে কাটাছেঁড়া হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু সমস্যার পুরোটা অনুধাবন না করে শুধু আংশিক নজর দিলে সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে না।’

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) জাতীয় দলগুলোর পরিচালকের দায়িত্বে থাকা মেনোত্তি দলের বর্তমান দুরবস্থার জন্য দেশটির ক্লাব ফুটবল কর্তাদের দায়ী করলেন। তাঁর ভাষ্য, দলের খেলোয়াড়দের কোনো প্রস্তুতি নেই, জাতীয় দলের খেলার কয়েক দিন ছাড়া তাঁরা একসঙ্গে অনুশীলন করতে পারেন না। এফএর এই বিষয়ে বিশদ পরিকল্পনা ছিল, কিন্তু ক্লাব ফুটবল কর্তাদের আপত্তির কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। পরিকল্পনাটি সম্পর্কে বলতে গিয়ে মেনোত্তি আরও যোগ করেন, ‘আমাদের ইচ্ছে ছিল খেলোয়াড়েরা যাতে আর্জেন্টিনায় একসঙ্গে অনুশীলন করতে পারে এবং এর মাধ্যমে যাতে তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া গড়ে ওঠে।’

এই পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে আর্জেন্টিনার ‘সুপার লিগা’-এর কর্তাদের বাধার মুখে পড়ে ফুটবল অ্যাসোসিয়েশন। দিয়ারিও পপুলারের সঙ্গে কথা বলতে গিয়ে তাদের একহাত নেন সেজার লুইস মেনোত্তি, ‘আর্জেন্টিনার ফুটবল ধ্বংস হয়ে যাক, এটাই তাদের চাওয়া। দেশের ফুটবলে যাদের কোনো অবদান নেই, তাদের ওপর আমাদের নির্ভর করা বন্ধ করতে হবে।’

কোপা আমেরিকায় আর্জেন্টিনার ফলাফল দেখে কিংবদন্তি ম্যারাডোনাও ক্ষোভ প্রকাশ করেছিলেন। এই দল নিয়ে টোঙ্গার সঙ্গেও জয় পাবে কি না আর্জেন্টিনা, সে বিষয়ে নিজের সন্দেহের কথা জানিয়েছিলেন। তবে সমস্যাটা যে শুধু দলেই নয় বরং দেশটির ফুটবল সংস্কৃতির মূলে প্রোথিত, সেটিই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন মেনোত্তি।

২৪ জুন পোর্তো আলেগ্রের অ্যারেনা দো গ্রেমিওতে কাতারের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচে জয় না পেলে আসরের পরবর্তী পর্বে যাওয়ার আশা একেবারেই শেষ হয়ে যাবে। তবে কাতারের বিপক্ষে ম্যাচে ফল নিজেদের পক্ষে নিয়ে এসে কোয়ার্টারে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী মেসি, ‘দলের সবাই নিশ্চিত তারা পরের ম্যাচটা জিততে যাচ্ছে। পরের ম্যাচে জীবন বাজি রেখে খেলতে হবে আমাদের। যে ফরম্যাটে গ্রুপ থেকে তিন দল পরের রাউন্ডে উঠতে পারে, ফরম্যাটে কোপার প্রথম রাউন্ড থেকে বাদ পড়লে অনেক বাজে একটা ব্যাপার হবে। আমার কোনো সন্দেহই নেই যে আমরা পরের রাউন্ডে উঠতে পারব।’