শামি আর নন 'আসামি'!

ভারতের পেসার মোহাম্মদ শামি। কাল তুলে নিয়েছেন হ্যাটট্রিক। ছবি: এএফপি
ভারতের পেসার মোহাম্মদ শামি। কাল তুলে নিয়েছেন হ্যাটট্রিক। ছবি: এএফপি
>

আফগানিস্তানের বিপক্ষে কাল হ্যাটট্রিক করেছেন ভারতের পেসার মোহাম্মদ শামি। বিশ্বকাপে দ্বিতীয় ভারতীয় হিসেবে হ্যাটট্রিক করলেন এ পেসার

জীবনসঙ্গিনী তাঁর বিপক্ষে নির্যাতনের অভিযোগ তুলেছিলেন গত বছর। মামলাও হয়েছে পুলিশের খাতায়। তখন কী দুঃসহ সময় কেটেছে মোহাম্মদ শামির। ভারতীয় ক্রিকেটে শামি তখন ছিলেন আসামি! কাল সেই দায় কি একটু হলেও কাটল?

সত্যি-মিথ্যা যা–ই হোক, খেলাধুলা দিয়ে এসব দায় ঢাকার পথ নেই। কিন্তু পারফরম্যান্স দিয়ে ভক্তদের মনে একটু হলেও তো ইতিবাচক আঁচড় কাটা যায়? শামি ঠিক এ কাজটাই করেছেন শেষ ওভারে হ্যাটট্রিক করে, দল জিতিয়ে। ভক্তদের মনে অদৃশ্য আসামির কাঠগড়া হতে মুক্ত হতে আর কী চাই!

আফগানিস্তানের মতো দলের বিপক্ষেও হারের শঙ্কায় ছিল ভারত। শেষ ওভারে ১৬ রান ঠেকাতে হতো বিরাট কোহলির দলকে। আগের ওভার যশপ্রীত বুমরাকে দিয়ে করিয়েছেন অধিনায়ক কোহলি। শেষ ওভারে আফগানিস্তানকে ঠেকাতে শামি যেন পর্যাপ্ত রান পান সেটাই ছিল কোহলির উদ্দেশ্য। শামির প্রথম বলে চার মেরে একটু ভয়ও ধরিয়ে দিয়েছিলেন মোহাম্মদ নবী। কিন্তু ওস্তাদের মার যেমন শেষ রাতে, তেমনি শামিও খেল দেখালেন শেষ ওভারের তৃতীয় বল থেকে। টানা তিন ইয়র্কারে আফগানদের মুড়িয়ে তুলে নিলেন হ্যাটট্রিক! এবার বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক।

কিন্তু ভারতের হয়ে বিশ্বকাপে দ্বিতীয়। ৩২ বছর আগে ১৯৮৭ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে প্রথম হ্যাটট্রিক করেছিলেন পেসার চেতন শর্মা। বিশ্বকাপের ইতিহাসে সেটি প্রথম হ্যাটট্রিকও। কী কাকতাল, চেতন শর্মার মতো শামিও হ্যাটট্রিক তুলে নিয়েছেন বোল্ড আউট করে!

ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে নবম বোলার হিসেবে দশম হ্যাটট্রিকের নজির গড়লেন শামি। চেতন শর্মার পর আর নয়জন বোলার হ্যাটট্রিক করেছেন—সাকলায়েন মুশতাক (১৯৯৯, প্রতিপক্ষ জিম্বাবুয়ে), চামিন্দা ভাস (২০০৩, প্রতিপক্ষ বাংলাদেশ), ব্রেট লি (২০০৩, প্রতিপক্ষ কেনিয়া), লাসিথ মালিঙ্গা (২০০৭, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা), কেমার রোচ (২০১১, প্রতিপক্ষ হল্যান্ড), লাসিথ মালিঙ্গা (২০১১, প্রতিপক্ষ কেনিয়া), স্টিভেন ফিন (২০১৫, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া), জেপি ডুমিনি (২০১৫, প্রতিপক্ষ শ্রীলঙ্কা) আর কাল শামি।

ভুবনেশ্বর কুমার চোট পাওয়ায় কালকের ম্যাচটি খেলার সুযোগ পান শামি। নইলে হয়তো দলেই জায়গা হতো না! কিন্তু সুযোগকে কীভাবে কাজে লাগাতে হয়, সেটাও দেখিয়ে দিলেন এ পেসার।