মাথায় চোট পেয়েছেন মিরাজ, আপাতত শঙ্কামুক্ত

আপাতত শঙ্কামুক্ত মিরাজ। ছবি: প্রথম আলো
আপাতত শঙ্কামুক্ত মিরাজ। ছবি: প্রথম আলো

আফগানিস্তানের সঙ্গে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ আগামীকাল। সাউদাম্পটনের এ ম্যাচকে স্পিনারদের লড়াই হিসেবে ভাবা হচ্ছে। এমন সময়ে আজ মহা শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। অনুশীলনে মাথায় বল লেগেছিল মেহেদী হাসান মিরাজের। প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষায় সব স্বাভাবিক বলে আশ্বস্ত করা হয়েছে দলের পক্ষ থেকে।

ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, অনুশীলনে নেটের পাশে দাঁড়িয়ে সাক্ষাৎকার দিচ্ছিলেন মিরাজ। এমন সময় একটি বল এসে মাথায় লাগে তাঁর। কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষার পর শঙ্কামুক্ত ঘোষণা করা হয়েছে তাঁকে। তবে এখনো কনকাশন রিপোর্ট করা হয়নি।

এরপরও মিরাজ নেটে ব্যাট করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম। তবে সতর্কতা হিসেবে তাঁকে ব্যাট করতে দেওয়া হয়নি।

মোহাম্মদ সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেনের চোট নিয়ে এমনিতেই বিপাকে আছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে এ দুজনকে পাওয়া যায়নি। মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজাও হালকা চোট নিয়ে খেলছেন। এর মাঝে মিরাজের এভাবে চোট পাওয়া দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছিল।