মিথ্যা খবর দিয়ে দলের ক্ষতি না-করার অনুরোধ বাংলাদেশ কোচের

স্টিভ রোডস, বাংলাদেশ দলের কোচ। ছবি: শামসুল হক
স্টিভ রোডস, বাংলাদেশ দলের কোচ। ছবি: শামসুল হক

কাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বারবার জানালেন, আজ ফিটনেস পরীক্ষা হবে সাইফউদ্দিনের। এই পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলে তাঁর বিকল্পও দেখা হতে পারে বলে গুঞ্জন বেরোল। আজ দুপুরে রোজ বোলে স্টেডিয়ামে এসে যে ছবিটা দেখা গেল, তাতে গুঞ্জনটা গুঞ্জনই মনে হলো।

রোজ বেলের পাশেই আরেকটি মাঠের নেটে সাইফউদ্দিন টানা ১৫টা বল করলেন। সেখানে কিছুটা সময় ব্যাটিং অনুশীলনও করলেন। সাইফউদ্দিন অনেকটা সেরে উঠেছেন। তবে কাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা খেলতে পারবেন কি না, সেটি বলার উপায় নেই। দলীয় সূত্রে জানা গেল, এখনো সাইফউদ্দিনের সম্ভাবনা ৫০-৫০। সাইফউদ্দিন অবশ্য ম্যাচটা খেলতে উন্মুখ। তবে ম্যাচের দিন সকালে তিনি কেমন অনুভব করেন, সেটির ওপর সবকিছু নির্ভর করছে।

গত দুদিনে বড় ঝড়ই গেল সাইফউদ্দিনের ওপর। খবর বেরিয়েছে, তিনি নাকি ‘বিগ ম্যাচ ফোবিয়া’ থেকে ইচ্ছে করে অস্ট্রেলিয়া ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। প্রশ্ন উঠেছে তাঁর চোটের বিশ্বাসযোগ্যতা নিয়ে। এ ধরনের খবরে মানসিকভাবে বড় ধাক্কাই খেয়েছেন বাংলাদেশ দলের তরুণ পেস বোলিং অলরাউন্ডার। যেভাবে খবরটি ছড়িয়েছে, সেটি স্বাভাবিকভাবে নিতে পারেননি বাংলাদেশ কোচ স্টিভ রোডস। আজ সংবাদ সম্মেলনে সাইফউদ্দিনের চোট-প্রসঙ্গে রোডস যা বলেছেন, সেটি হুবহু তুলে দেওয়া হলো এখানে—

‘প্রথমে ওর শারীরিক অবস্থার কথা বলি। তার বিশ্রামের প্রয়োজন ছিল। ওর পিঠের ব্যথাটা ওকে ভোগাচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ওর না খেলার এটাই আসল কারণ। সে বল করতে পারেনি। আপনি এমন কোনো বোলারকে দলে নিতে পারবেন না, যে বল করতে পারবে না। ওর মানসিক অবস্থা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ পত্রিকায় যেসব প্রতিবেদন এসেছে, সেগুলো সত্যি নয়। এমন কথাটা শোনা গেছে যে, সাইফউদ্দিনের বদলি ঠিক করতে আমার সঙ্গে মাশরাফির নাকি একটা বৈঠক হয়েছে, কিন্তু বৈঠকটা আসলে হয়নি। তাই আমার অনুরোধ থাকবে খেলোয়াড়দের সততা নিয়ে প্রশ্ন করার আগে সেটা সত্য কি না, সেই বিষয়টা শতভাগ নিশ্চিত হয়ে নিতে। কারণ কোনো মিথ্যা খবর প্রকাশিত হলে সেটি সেই খেলোয়াড় কিংবা বাংলাদেশের জন্য ভালো নয়। এখানে বাংলাদেশ থেকে যে সাংবাদিকেরা এসেছেন, দলের সঙ্গে যে কর্মকর্তারা আছেন, সবাই মনেপ্রাণে চান আমরা যেন ভালো করি। কিন্তু এমন কিছু যদি লেখা হয়, যা সত্যি নয়, সেটা দলের ক্ষতি করতে পারে। আমি বিশ্বকাপ জিততে উন্মুখ। এটা একটা বড় চ্যালেঞ্জ। আমাদের পাহাড় ডিঙাতে হবে। এর পথচলায় যদি এমন কিছু আসে, সেটা লেখার আগে দয়া করে একটু নিশ্চিত হয়ে নেবেন।’