ছবিতে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের রোমাঞ্চ

>সাউদাম্পটনে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান। বার্তা সংস্থার আলোকচিত্রীর ক্যামেরায় এ ম্যাচের বিভিন্ন মুহূর্তের রোমাঞ্চ উপভোগ করুন।
সাকিব এখনো পর্যন্ত নিয়েছেন ৩ উইকেট। ছবি: রয়টার্স
সাকিব এখনো পর্যন্ত নিয়েছেন ৩ উইকেট। ছবি: রয়টার্স
মোসাদ্দেকের ওভারে গুলবাদিন নাইবকে রান আউটের দারুণ এক সুযোগ মিস করেন লিটন দাস (ছবিতে নেই)। ছবি: শামসুল হক
মোসাদ্দেকের ওভারে গুলবাদিন নাইবকে রান আউটের দারুণ এক সুযোগ মিস করেন লিটন দাস (ছবিতে নেই)। ছবি: শামসুল হক
মোসাদ্দেক হোসেনের বলে হাশমতউল্লাহকে দারুণ এক স্টাম্পিংয়ে ফেরান মুশফিক। ছবি: শামসুল হক
মোসাদ্দেক হোসেনের বলে হাশমতউল্লাহকে দারুণ এক স্টাম্পিংয়ে ফেরান মুশফিক। ছবি: শামসুল হক
এখনো পর্যন্ত সাকিবই বাংলাদেশের সেরা বোলার। ছবি: রয়টার্স
এখনো পর্যন্ত সাকিবই বাংলাদেশের সেরা বোলার। ছবি: রয়টার্স
সাকিব বাংলাদেশকে এনে দেন প্রথম ব্রেক থ্রু। ছবি: রয়টার্স
সাকিব বাংলাদেশকে এনে দেন প্রথম ব্রেক থ্রু। ছবি: রয়টার্স
আফগানিস্তানের ব্যাটিংয়ের শুরুটা ছিল বেশ ভালো। ছবি: রয়টার্স
আফগানিস্তানের ব্যাটিংয়ের শুরুটা ছিল বেশ ভালো। ছবি: রয়টার্স
সাউদাম্পটনের বড় মাঠে মোসাদ্দেকের মারকুটে ব্যাটিং ছিল আনন্দদায়ী। ছবি: শামসুল হক
সাউদাম্পটনের বড় মাঠে মোসাদ্দেকের মারকুটে ব্যাটিং ছিল আনন্দদায়ী। ছবি: শামসুল হক
মোসাদ্দেকের ২৪ বলে ৩৫ ছিল দুর্দান্ত। ছবি: শামসুল হক
মোসাদ্দেকের ২৪ বলে ৩৫ ছিল দুর্দান্ত। ছবি: শামসুল হক
বাংলাদেশের ২৬২ রানের ইনিংসে মুশফিকের দারুণ অবদান। ছবি: শামসুল হক
বাংলাদেশের ২৬২ রানের ইনিংসে মুশফিকের দারুণ অবদান। ছবি: শামসুল হক
৮৩ রানের ইনিংস খেলার পথে মুশফিকুর রহিম। ছবি: শামসুল হক
৮৩ রানের ইনিংস খেলার পথে মুশফিকুর রহিম। ছবি: শামসুল হক
মাহমুদউল্লাহ আজ ফিরেছেন ২৬ রানে। ছবি: শামসুল হক
মাহমুদউল্লাহ আজ ফিরেছেন ২৬ রানে। ছবি: শামসুল হক
সাউদাম্পটনেও আজ প্রচুর বাংলাদেশি দর্শক। ছবি: এএফপি
সাউদাম্পটনেও আজ প্রচুর বাংলাদেশি দর্শক। ছবি: এএফপি
পুরো ইনিংস জুড়ে মুশফিকুর রহিম দারুণ সতর্ক। ছবি: এএফপি
পুরো ইনিংস জুড়ে মুশফিকুর রহিম দারুণ সতর্ক। ছবি: এএফপি
নিজের পছন্দের শট খেলছেন মুশফিক। তবে তাঁর ভুলের অপেক্ষায় ছিলেন ইকরাম আলী এবং মোহাম্মদ নবী। ছবি: রয়টার্স
নিজের পছন্দের শট খেলছেন মুশফিক। তবে তাঁর ভুলের অপেক্ষায় ছিলেন ইকরাম আলী এবং মোহাম্মদ নবী। ছবি: রয়টার্স
বিশ্বকাপের তৃতীয় হাফ সেঞ্চুরি। আবারও রান তালিকার শীর্ষে সাকিব আল হাসান। ছবি: রয়টার্স
বিশ্বকাপের তৃতীয় হাফ সেঞ্চুরি। আবারও রান তালিকার শীর্ষে সাকিব আল হাসান। ছবি: রয়টার্স
মোহাম্মদ নবীর বলে বোল্ড হয়ে ফিরে গেলেন তামিম। ছবি: রয়টার্স
মোহাম্মদ নবীর বলে বোল্ড হয়ে ফিরে গেলেন তামিম। ছবি: রয়টার্স
ইনিংসটাকে বড় করতে পারলেন না তামিম ইকবাল। ছবি: এএফপি
ইনিংসটাকে বড় করতে পারলেন না তামিম ইকবাল। ছবি: এএফপি
সাকিবের পর মুশফিকও করলেন অর্ধশতক। ছবি: রয়টার্স
সাকিবের পর মুশফিকও করলেন অর্ধশতক। ছবি: রয়টার্স
ওপেনিং ব্যাটসম্যান হিসেবে আজ তামিমের সঙ্গী ছিলেন লিটন। ছবি: এএফপি
ওপেনিং ব্যাটসম্যান হিসেবে আজ তামিমের সঙ্গী ছিলেন লিটন। ছবি: এএফপি
লিটনকে আউট করার পর আফগান ক্রিকেটারদের উল্লাস। ছবি: এএফপি
লিটনকে আউট করার পর আফগান ক্রিকেটারদের উল্লাস। ছবি: এএফপি
অর্ধশতকের আগে সাকিবের একটি শট। ছবি: এএফপি
অর্ধশতকের আগে সাকিবের একটি শট। ছবি: এএফপি
আজও সাকিবের ওপর বড় ভরসা বাংলাদেশের। ছবি: এএফপি
আজও সাকিবের ওপর বড় ভরসা বাংলাদেশের। ছবি: এএফপি
দারুণ সাজে বাংলাদেশের এক সমর্থক। ছবি: এএফপি
দারুণ সাজে বাংলাদেশের এক সমর্থক। ছবি: এএফপি