রশিদ খানের দোষ নেই, সব দোষ ফিল্ডারদের!

বাজে ফিল্ডিং এর কারণেই নাকি মোমেন্টাম হারিয়েছিলেন রশিদ খান। ছবি: রয়টার্স
বাজে ফিল্ডিং এর কারণেই নাকি মোমেন্টাম হারিয়েছিলেন রশিদ খান। ছবি: রয়টার্স
>বিশ্বকাপের আগে রশিদ খান সেমিফাইনালের স্বপ্নও দেখিয়েছিলেন আফগানদের। সে আশায় গুড়েবালি। সেমিফাইনাল তো দূর, বিশ্বকাপে এখনো পরাজয়ের গণ্ডি থেকেই বেরোতে পারল না আফগানিস্তান। তবে সবকিছু এ রকম উল্টে যাওয়ার কারণ জানালেন অধিনায়ক গুলবাদিন নাইব। বাজে ফিল্ডিংই নাকি ডুবিয়ে দিয়েছে তাঁদের।

ইংল্যান্ডের বিপক্ষে বোলিং দিয়ে সেঞ্চুরি করেছিলেন, গড়েছেন এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা খাওয়ার রেকর্ড। ক্রিকেট বিশ্বকাপে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ডটাও তাঁর নামের পাশে। বাংলাদেশের বিপক্ষেও নিষ্প্রভ রশিদ খান। রান খুব বেশি না দিলেও পাননি কোনো উইকেট। রশিদ খানের এমন পারফরম্যান্সের জন্য নাকি ফিল্ডাররাই দায়ী। রশিদ খানকে বাঁচাতে আফগান অধিনায়ক গুলবদিন নাইব এমনটাই দাবি করেছেন।

ম্যাচের আগে মজা করেছিলেন, বাংলাদেশকে নিয়েই নাকি ডুববেন। কিন্তু নিজেরাই হারিয়ে গেছেন অথই সাগরে। একের পর এক হারের জন্য জবাবদিহি করতে হয়েছে নাইবকে। আফগান অধিনায়কের মতে, বাজে ফিল্ডিংয়ের জন্যই ম্যাচ হারতে হয়েছে তাঁদের। কিন্তু যাঁর দিকে তাকিয়ে আফগানরা বিশ্বকাপের আগেই সেমিফাইনালের স্বপ্ন দেখছিল, সেই রশিদ খান কি সন্তুষ্ট করতে পেরেছে অধিনায়ককে? এ প্রসঙ্গে নাইব বলেছেন, ‘'সে তাঁর এক শ ভাগই দিচ্ছে কিন্তু আপনি যদি ফিল্ডিংয়ের দিকে দেখেন। আমি কিছুটা হতাশ ফিল্ডিং নিয়ে।’

ম্যাচের মাঝখানে ফিল্ডিং নিয়ে রশিদও নাকি ভীষণ চটেছিলেন, ‘ও মাঠে খুব রেগে গিয়েছিল। আমি ওকে শান্ত হতে বলেছিলাম যেন ও শুধু ওর বোলিংয়ে মনোযোগ ধরে রাখে। আমার ধারণা, বাজে ফিল্ডিংয়ের জন্যই ও মোমেন্টাম হারিয়ে ফেলেছিল।’