নেইমার ফিরতে চান, বার্সেলোনার আগ্রহ কম!

পিএসজিতে থাকতে চান না নেইমার, নিশ্চিত করল বার্সেলোনা। ফাইল ছবি
পিএসজিতে থাকতে চান না নেইমার, নিশ্চিত করল বার্সেলোনা। ফাইল ছবি

ফ্রান্স ছেড়ে আবার স্পেনে ফিরতে চাইছেন নেইমার। স্প্যানিশ সংবাদমাধ্যমের এমন নিউজকে আর উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ বার্সেলোনার সহসভাপতি আজ জানিয়ে দিয়েছেন, গুঞ্জন নয়, নেইমার আসলেই ফিরতে চান কাতালান ক্লাবে।

গত এক বছর ধরেই দলবদলের বাজারকে স্বস্তি দিচ্ছেন না নেইমার। আজ রিয়াল মাদ্রিদ তো পরদিন বার্সেলোনায় যাচ্ছেন ব্রাজিল ফরোয়ার্ড। এ দলবদলের বাজারে সে তুলনায় একটু পানসে সময় কাটাচ্ছেন। যত গুঞ্জন, সবই বার্সেলোনা ঘিরে। স্প্যানিশ পত্রিকা স্পোর্ত দুই দিন আগে দাবি করেছে নেইমারের ইচ্ছা এবার বাস্তবে রূপ নিচ্ছে। বার্সেলোনায় ফিরছেন এই ফরোয়ার্ড। দুই পক্ষের মধ্যে চুক্তি হয়ে গেছে , এখন শুধু দলবদলের অঙ্কটা ঠিক করা হবে পিএসজির সঙ্গে।

বার্সেলোনার সহ সভাপতি জর্দি কারদোনের আজ স্বীকার করে নিয়েছেন নেইমারের আগ্রহের কথা, ‘এখন পর্যন্ত যা পড়েছি এবং এটা নিশ্চিত যে নেইমার বার্সেলোনাতে ফিরতে চায়। কিন্তু বার্সেলোনা নেইমারকে কিনতে চায় এ কথায় (পত্রিকার দাবি) আমাদের আপত্তি আছে। খেলোয়াড় তার ইচ্ছের কথা জানিয়েছে এবং আমরা এখনো সিদ্ধান্ত নিইনি। মিডিয়া যা বলছে (বার্সেলোনাও কিনতে চায়),সেটা বাড়িয়ে বলেছে। আমরা যারা সিদ্ধান্ত নেব তারা এখনো নিশ্চিত নই নেইমারকে চাই কি না। আমি এখনো অনিশ্চিত এ কারণে যে, আমরা ওর সঙ্গে যোগাযোগ করিনি।’

বার্সেলোনা ছেড়ে নেইমার নিজে থেকেই পিএসজিতে গিয়েছিলেন। একটি দলের প্রাণভোমরা হওয়ার ইচ্ছেটা গুরুত্ব পেয়েছিল এই নেইমারের কাছে। কিন্তু তাতে ব্যর্থ হয়ে আবার বার্সেলোনায় ফিরতে চাইছেন। খেলোয়াড় নিজে থেকে ফিরতে চাওয়ায় বার্সেলোনা যে সুবিধাজনক অবস্থায় সেটাও স্বীকার করেছেন কারদোনের, ‘একজন খেলোয়াড় যে বিদায় নিয়েছে, তার এভাবে ফিরতে চাওয়ায় আমি বিস্মিত নই। কারণ, এর চেয়ে ভালো খুব কম জায়গাই আছে। আমরা এটা মাথায় রাখব। অনেকেই আমাদের ছেড়ে গিয়েছিল উন্নতির জন্য, আবার অনেকে অন্য কারণে। ও যেসব কারণে বিদায় নিয়েছিল, তার অধিকাংশই আমি বুঝিনি। নেইমারের সিদ্ধান্তের ব্যাপারগুলো আরেকটু পরীক্ষা করা হবে।’

নেইমারের মতো খেলোয়াড়কে পেলে বার্সেলোনার জন্য যে ভালো সেটা স্বীকার করেছেন সহ সভাপতি। কিন্তু নেইমারের অতীত তাদের একটু সাবধান হতে বলছে, ‘সে নিজে বার্সেলোনা ছেড়েছে। সে অবশ্যই দারুণ খেলোয়াড় এবং খেলোয়াড়ি দিক থেকে ওর মূল্য সবাই জানি। কিন্তু ও যেভাবে বিদায় নিয়েছিল সেটা নিয়ে আমাদের আরও ভাবতে হবে। আমার মনে হয় কিছু তথ্য বলা হচ্ছে যা সত্য নয়। যখনই কোনো নাম উচ্চারিত হয় (দলবদল নিয়ে), আমরা উত্তেজিত হয়ে যাই। কিন্তু আমাদের একটি বাজেট আছে। আমাদের আগে দেখতে হবে কাদের বিক্রি করা যাবে, তারপর কাদের আনা যাবে।’