গেইলের অবসর নাটক পছন্দ হচ্ছে না অ্যামব্রোসের

গেইলের অবসর নেওয়ার নাটকীয় সিদ্ধান্তে নাখোশ কার্টলি অ্যামব্রোস। ছবি: এএফপি
গেইলের অবসর নেওয়ার নাটকীয় সিদ্ধান্তে নাখোশ কার্টলি অ্যামব্রোস। ছবি: এএফপি
>বিশ্বকাপ দিয়েই একদিনের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানবেন, এমন ঘোষণাই দিয়েছিলেন ক্রিস গেইল। তবে ভারতের বিপক্ষে ম্যাচের আগে এক সাক্ষাৎকারে গেইল জানিয়েছেন, বিশ্বকাপের পরে ভারতের বিপক্ষে হোম সিরিজে দু-একটি ওয়ানডে এবং অন্তত একটি টেস্ট খেলে তবেই অবসর নিতে চান। কিন্তু তাঁর এমন ‘আবদারে’ নাখোশ উইন্ডিজ কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস

বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন, এমনটাই ছিল ক্রিস গেইলের ভাষ্য। কিন্তু ভারতের সঙ্গে ম্যাচের আগে হঠাৎ ভোল পাল্টে ঘোষণা দিলেন, বিশ্বকাপের পর ভারতের সঙ্গে হোম সিরিজে অংশ নিয়ে তবেই বিদায় বলবেন।

অবসর নিয়ে তাঁর এভাবে উল্টে যাওয়ার ঘটনায় আগেই বিস্ময় প্রকাশ করেছিলেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। এবার কিংবদন্তি উইন্ডিজ গতি তারকা কার্টলি অ্যামব্রোস জানালেন গেইলের সিদ্ধান্ত নিয়ে বিস্মিত হওয়ার কথা। বিশেষভাবে একটি টেস্ট খেলে ক্রিকেটকে বিদায় বোলার প্রবণতাকে অতি সেকেলে হিসেবে অভিহিত করেছেন অ্যামব্রোস।

ভারতের কাছে ১২৫ রানের বিশাল হারে বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেছে উইন্ডিজের। ম্যাচের পর ইংল্যান্ডের একটি রেডিওর ধারা বিবরণীর দায়িত্বে থাকা অ্যামব্রোস দলের তরুণ ক্রিকেটারদের মাঝে ‘খেলায় নিবেদন এবং ভাবনার অপরিপক্কতা’কে দুষেছেন উইন্ডিজের বিদায়ের জন্য।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে গেইলের অবসর পরিকল্পনা নিয়ে নিজের মত জানাতে গিয়ে আরও কড়া মন্তব্য করেছেন অ্যামব্রোস, ‘সে যদি ওয়ানডে বা টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু তার টেস্ট খেলে অবসর নেওয়ার সিদ্ধান্তকে আমি কোনোভাবেই সমর্থন করছি না।’ এ ক্ষেত্রে গেইলের দীর্ঘ দিন টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকার বিষয়টিকে তুলে ধরেছেন অ্যামব্রোস, ‘গেইল গত পাঁচ বছরে কোনো টেস্ট খেলেনি। তাকে মাত্র একটি টেস্টের জন্য ফিরিয়ে আনার সিদ্ধান্ত একটি হঠকারী পদক্ষেপ হিসেবেই বিবেচিত হবে। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে গেইল তরুণ ক্রিকেটারদের জন্য কী উদাহরণ রেখে যেতে চাচ্ছে?’

এদিকে টুর্নামেন্টের শুরুর দিকে সেমিফাইনালের আশা জাগিয়েও ২ ম্যাচ হাতে রেখে বিশ্বকাপ থেকে ওয়েস্ট ইন্ডিজের বাদ পড়াকে মেনে নিতে পারছেন না এই কিংবদন্তি। দেশের হয়ে ৯৮ টেস্টে ৪০৩ উইকেট নেওয়া এই পেসার হতাশার সুরে বললেন, ‘তাদের স্কিল নিয়ে কোনো সমস্যা নেই। বিভিন্ন সময় এই খেলোয়াড়রাই দারুণ পারফর্ম করে আমাদের জয় এনে দিয়েছে। কিন্তু এবারের ক্রিকেট বিশ্বকাপে আমার মতে মূলত দুটি কারণে দলের ভরাডুবি হয়েছে, প্রথমত খেলায় নিবেদনের অভাব এবং দ্বিতীয়ত বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতা।’