শ্রীলঙ্কার হারের পর সেমির সমীকরণ যেমন হলো

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে সেমির পথটা কঠিন করে ফেলল শ্রীলঙ্কা। ছবি: রয়টার্স
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে সেমির পথটা কঠিন করে ফেলল শ্রীলঙ্কা। ছবি: রয়টার্স

বিশ্বকাপের সেমিফাইনাল নিয়ে এবার এক মহানাটক হচ্ছে। এক একটি ম্যাচ শেষ হচ্ছে আর সেমিফাইনালের সম্ভাব্য লাইনআপও পরিবর্তিত হচ্ছে। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতলে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে যেতে পারত শ্রীলঙ্কা। কিন্তু বড় ব্যবধানে হেরে গেছে তারা। ফলে সেমিফাইনালের দৌড়ে নিজেদের পরের দুই ম্যাচে জয় ছাড়াও এখন ইংল্যান্ডের দুটি হারের অপেক্ষায় থাকতে হবে তাদের। বাংলাদেশও যেন অন্তত এক ম্যাচ হারে, সে আশাও করতে হবে তাদের। পাকিস্তানের ক্ষেত্রেও তা–ই!

বিশ্বকাপের পয়েন্ট টেবিল:

দল

ম্যাচ

জয়

পয়েন্ট

রানরেট

অস্ট্রেলিয়া

১২

০.৯০৬

ভারত

১১

১.১৬

নিউজিল্যান্ড

১১

১.০২৮

ইংল্যান্ড

১.০৫১

বাংলাদেশ

-০.১৩৩

পাকিস্তান

-০.৯৭৬

শ্রীলঙ্কা

-১.১৮৬

দক্ষিণ আফ্রিকা

-০.০৮

ওয়েস্ট ইন্ডিজ

-০.৩২

আফগানিস্তান

-১.৬৩৪