আর্জেন্টিনা বনাম ব্রাজিল প্রতিদিন তো আর হয় না

ব্রাজিল ম্যাচ নিয়ে রোমাঞ্চকর অপেক্ষায় আছেন আগুয়েরো। ফাইল ছবি
ব্রাজিল ম্যাচ নিয়ে রোমাঞ্চকর অপেক্ষায় আছেন আগুয়েরো। ফাইল ছবি
>৩ জুলাই বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় কোপা আমেরিকার সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। ২০০৭ সালে সর্বশেষ এই দুই দল কোপায় মুখোমুখি হয়েছিল। আর ব্রাজিলের বিপক্ষে কোপায় আর্জেন্টিনার সর্বশেষ জয় ছিল ১৯৯১ সালে

১২ বছর, কম সময় তো নয়। সে সময়ের ৬ বছরের শিশুটি আজ ১৮ বছরের তরুণ! ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলকে সর্বশেষ এক যুগ আগেই দেখা গিয়েছিল প্রতিদ্বন্দ্বিতামূলক কোনো ম্যাচে লড়াই করতে। এরপর দুই দল বেশ কয়বার প্রীতি ম্যাচ খেলেছে। কিন্তু দুধের সাধ কি আর ঘোলে মেটে! অবশেষে আবার দুই দলকে দেখা যাবে প্রতিযোগিতামূলক ম্যাচে। কোপা আমেরিকার সেমিফাইনালে।

২০০৭ সালে কোপার ফাইনালে ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। ওই আসরে ফাইনালের আগে আর্জেন্টিনা খেলছিল দারুণ। ৫ ম্যাচে করেছিল ১৬ গোল। রিকেলমে-মেসির বোঝাপড়া এতটাই জমেছিল, আজও সেই জুটির কথা আর্জেন্টিনা সমর্থকদের মনে পড়ে। যদিও শেষ পর্যন্ত এক বছর আগের বিশ্বকাপের মতোই হতাশা নিয়ে ফেরা। সেই ফাইনাল খেলা দুজন খেলোয়াড় টিকে আছেন কেবল। ব্রাজিলের দানি আলভেজ, আর্জেন্টিনার মেসি।

এই ম্যাচ নিয়ে খেলোয়াড়রাও রোমাঞ্চিত। সার্জিও আগুয়েরো যেমন সবার মনের কথাটাই বলে দিলেন, ‘আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ কিন্তু রোজ হয় না। বিশেষ করে কোপা আমেরিকার মতো প্রতিযোগিতায় তো আরও বিরল। এ ধরনের ম্যাচ ঘিরে অনেক প্রত্যাশা তৈরি হয়, শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্বেই। আমরা জানি এই ম্যাচ সহজ হবে না। তবে আমরা সেমিফাইনালে উঠতে পেরেই খুশি। আমরা ধীরে ধীরে ভালো করছি।’

এ ম্যাচে ব্র্রাজিল পরিষ্কার ফেবারিট। শুধু নিজেদের মাঠে খেলছে বলে নয়, শক্তিমত্তায়ও হলুদ জার্সিরা ঢের এগিয়ে। আর্জেন্টিনা শেষ চারে উঠেছে, সেটাই বরং অবিশ্বাস্য। এতটাই, কলম্বিয়া বাদ পড়ার পর অনুযোগের সুরে হামেস রদ্রিগেজ এমন মন্তব্যও করেছেন, ‘ফুটবল কখনো কখনো খুব অন্যায় কিছু করে। দেখুন না, আমরা কত ভালো খেলছিলাম, তবু বাদ পড়ে গেলাম। অথচ যে আর্জেন্টিনা গ্রুপ পর্বেই মরে গিয়েছিল, তারাই এখন শেষ চারে।’

নিকোলাস ওটামেন্ডি অবশ্য মনে করেন, আর্জেন্টিনার এবারের বড় শক্তি তাদের সুশৃঙ্খল রক্ষণ। এটা দিয়েই ব্রাজিলকে চমকে দিতে চান এই ডিফেন্ডার, ‘আমরা সেমিফাইনালে এমন এক দলের বিপক্ষে খেলব, যে ম্যাচটা একটা ক্লাসিকো। আশা করি ফল আর্জেন্টিনার পক্ষেই যাবে।’