২ রানের জন্য শীর্ষ মুকুটটা পেলেন না সাকিব

বিশ্বকাপে দারুণ ফর্মটা ধরে রেখেছেন সাকিব আল হাসান। ছবি: প্রথম আলো
বিশ্বকাপে দারুণ ফর্মটা ধরে রেখেছেন সাকিব আল হাসান। ছবি: প্রথম আলো
>দিনেশ কার্তিক ক্যাচটা ধরা পর সাকিব অনেক ক্ষণ অসহায়ের মতো তাকিয়ে থাকলেন। বিশ্বকাপে ৭ ইনিংসে ষষ্ঠবারের মতো ৫০ পেরিয়েছেন। দলের ভীষণ প্রয়োজন ছিল তাঁকে। কিন্তু তৃতীয় সেঞ্চুরির দিকে টেনে নিয়ে যেতে পারলেন না ইনিংসটা। সাকিবের সামনে সুযোগ ছিল আবারও রানের তালিকায় সবার ওপরে বসার। সেদিকে ভালোমতোই ছুটছিলেন। কিন্তু মাত্র ২ রানের জন্য রোহিত শর্মার পেছনে থাকতে হলো। রোহিত আজ ৯ রানে জীবন পেয়ে সেটিকে সেঞ্চুরিতে নিয়ে গেছেন। সাকিবের সেই সৌভাগ্য হয়নি। এই ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ আরও একটা ম্যাচ পাচ্ছে। সাকিব আরও এক ইনিংস পাবেন রানটা বাড়িয়ে নিতে। কিন্তু যাঁদের সঙ্গে সর্বোচ্চ রান নিয়ে সাকিবের মূল লড়াই, তারা সবাই ম্যাচ পাচ্ছেন সাকিবের চেয়ে বেশি। সাকিব বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও তবু একটা সান্ত্বনা খুঁজে পাবে বাংলাদেশ।

ব্যাটসম্যান

ম্যাচ

রান

সর্বোচ্চ

গড়

১০০/৫০

রোহিত শর্মা

৫৪৪

১৪০

৯০.৬৬

৪/১

সাকিব আল হাসান

৫৪২

১২৪*

৯০.৩৩

২/৪

ডেভিড ওয়ার্নার

৫১৬

১৬৬

৭৩.৭১

২/৩

অ্যারন ফিঞ্চ

৫০৪

১৫৩

৬৩.০০

২/৩

জো রুট

৪৭৬

১০৭

৬৮.০০

২/৩

কেন উইলিয়ামসন

৪৫৪

১৪৮

১১৩.৫০

২/১

বিরাট কোহলি

৪০৮

৮২

৫৮.২৮

০/৫

বাবর আজম

৩৭৮

১০১*

৬৩.০০

১/২

বেন স্টোকস

৩৭০

৮৯

৬১.৬৬

০/৪

জনি বেয়ারস্টো

৩৫৬

১১১

৪৪.৫০

১/২

মুশফিকুর রহিম

৩৫১

১০২*

৫৮.৫০

১/২