কোপার ফাইনালে ব্রাজিল

ব্রাজিল দুর্দান্ত গতিতে ছুটে ফাইনালে উঠল। ছবি: এএফপি
ব্রাজিল দুর্দান্ত গতিতে ছুটে ফাইনালে উঠল। ছবি: এএফপি

মেসির আর্জেন্টিনার স্বপ্ন ফের ভঙ্গ হয়েছে। কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। এই জয়ের মধ্য দিয়ে কোপা আমেরিকার ফাইনালে উঠে গেছে ব্রাজিল।

বাংলাদেশ সময় আজ বুধবার ভোরে বেলো হরিজন্তের এস্তাদিও মিনেইরাওতে কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা।

খেলার প্রথমার্ধে জেসুসের গোলে ১-০-তে এগিয়ে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে ফিরমিনোর গোলে ২-০-তে জয় পায় স্বাগতিকেরা।

আর্জেন্টিনাকে হারিয়ে উচ্ছ্বসিত ব্রাজিলের খেলোয়াড়েরা। ছবি: এএফপি
আর্জেন্টিনাকে হারিয়ে উচ্ছ্বসিত ব্রাজিলের খেলোয়াড়েরা। ছবি: এএফপি

ম্যাচটি নিয়ে দুই দেশের সমর্থকদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছিল। শেষমেশ ব্রাজিল সমর্থকদের মুখে হাসি। আর আরেকবার হতাশায় ডুবল আর্জেন্টিনার সমর্থকেরা।

এবারের কোপায় সবচেয়ে ফেবারিট ব্রাজিল। তারা দুর্দান্ত গতিতে ছুটেই ফাইনালে উঠল।

ফের হতাশ হতে হলো মেসিকে। ছবি: এএফপি
ফের হতাশ হতে হলো মেসিকে। ছবি: এএফপি

অন্যদিকে, মেসি ও তাঁর দল আর্জেন্টিনাকে কোপায় সেরা ছন্দে দেখা যায়নি।

কোপা আমেরিকার নকআউট পর্বে এ নিয়ে পাঁচবারের লড়াইয়ে প্রতিবার ব্রাজিলের কাছে হেরেছে আর্জেন্টিনা। ১৯৯১ সালে সবশেষ কোপায় ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা।