পেনাল্টি না পাওয়ার আক্ষেপ মেসির

দলকে যেকোনো মূল্যে সাহায্য করতে রাজি মেসি। ছবি : এএফপি
দলকে যেকোনো মূল্যে সাহায্য করতে রাজি মেসি। ছবি : এএফপি
>

ব্রাজিলের কাছে সেমিফাইনালে ২-০ গোলে হেরে কোপা-স্বপ্ন শেষ হয়ে গিয়েছে আর্জেন্টিনার। আরেকবার চেষ্টা করেও জাতীয় দলের হয়ে কিছু জিততে পারলেন না লিওনেল মেসি। তবে ম্যাচ হারলেও, দলের খেলা দেখে গর্ব করার অনেক কিছু পেয়ে গিয়েছেন তিনি।

আরও একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট, আরও একবার মেসির শূন্য হাতে ফিরে আসা। এবার হন্তারক ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ২-০ গোলে হেরে আর্জেন্টিনার কোপা আমেরিকা জেতার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে আজ সকালে। ব্রাজিলের হয়ে গোল করেছেন দুই স্ট্রাইকার রবার্তো ফিরমিনো ও গ্যাব্রিয়েল জেসুস। তবে আর্জেন্টিনা হারলেও, ম্যাচ থেকে ইতিবাচক অনেক কিছু খুঁজে পেয়েছেন মেসি।

দল এবার হেরে গেলেও আবারও নতুন উদ্যমে চেষ্টা করতে রাজি আছেন মেসি। বর্তমান দলের খেলোয়াড়দের সঙ্গে যথা সম্ভব বেশি ম্যাচ খেলে দলকে সহযোগিতা করাই মূল লক্ষ্য তাঁর, ‘দল যদি আমার সাহায্য চায়, আমি যেকোনো মূল্যে সাহায্য করতে রাজি আছি। এই দলের সঙ্গে খেলে আমার অনেক ভালো লেগেছে। ম্যাচের ফল আমাদের পক্ষে যায়নি, কিন্তু আজ আমরা দেখিয়েছি, আমরা দরকার হলে অনেক ভালো খেলতে পারি।’

পুরো ম্যাচে যথেষ্ট পরিকল্পনামাফিক খেলেছে ব্রাজিল। তাদের রক্ষণভাগ ছিল অটুট। তাও এই রক্ষণভাগে আর্জেন্টিনা যা একটু চিড় ধরাতে পেরেছে, তা-সেই মেসির কল্যাণেই। মেসিই একের পর এক সুযোগ করে দিয়েছিলেন আগুয়েরো, দি পল, লওতারো মার্টিনেজদের। তবে ব্রাজিলীয় রক্ষণভাগের দৃঢ়তার পাশাপাশি আর্জেন্টিনার খেলোয়াড়দের সুযোগ হারানোর কারণেই গোল করতে পারেননি মেসিরা। ভালো খেলার ব্যাপারটাকেই তাই মুখ্য করে দেখছেন এই বার্সেলোনা তারকা, ‘আমার মনে হয় আমরা অনেক ভালো খেলেছি আজ। আমরা অনেক চেষ্টা করেছি, দেখিয়ে দিয়েছি ব্রাজিল আমাদের চেয়ে শ্রেয়তর কোনো দল নয়।’

ম্যাচে রেফারির ভূমিকা নিয়েও সন্তুষ্ট নন মেসি, দুটি পেনাল্টি আর্জেন্টিনাকে দেওয়া হয়নি বলে দাবি করেছেন তিনি, ‘ব্রাজিল বেশ আগেভাগে ওদের প্রথম গোল পেয়ে যায়। কিন্তু এরপর আগুয়েরোকে ন্যায্য পেনাল্টি দেওয়া হয়নি। আমার মনে হয়েছে আমরা দুটি পেনাল্টি পেতাম। ওটামেন্ডি আর কুন (আগুয়েরো) এর ক্ষেত্রে। কিন্তু আমাদের বঞ্চিত করা হয়েছে। ম্যাচ অফিশিয়ালরা বেশ জঘন্যভাবে ম্যাচ পরিচালনা করেছে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির দরকার হলেও সেটার সাহায্য নেওয়া হয়নি। এগুলো অবিশ্বাস্য। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত গোল হয়নি। গোলপোস্টে দুবার বল লেগেছে আমাদের।’

দ্বিতীয় সেমিফাইনালে লড়বে পেরু ও চিলি। জয়ী দলের বিপক্ষে আগামী সাত তারিখে ফাইনাল খেলবে ব্রাজিল।