বাংলাদেশের বিপক্ষে ইমাম তবু নিংড়ে দিতে চান

পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হক। ছবি: এএফপি
পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হক। ছবি: এএফপি
ইংল্যান্ড কাল নিউজিল্যান্ডকে হারানোয় বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার স্বপ্ন প্রায় শেষ হয়ে গেছে পাকিস্তানের। তবু বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে লড়াই করতে চান পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হক

১৯৯২ বিশ্বকাপের পথেই এগোচ্ছে পাকিস্তান—এমন কথায় চাউর হয়ে উঠেছিল বিশ্বকাপ। আর অবিশ্বাস্যভাবে ২৭ বছর আগের সে বিশ্বকাপ পথ-পরিক্রমার সঙ্গে মিল রেখেই এবার এগোচ্ছিল সরফরাজ আহমেদের দল। কিন্তু কে জানত, গ্রুপপর্বে শেষ ম্যাচের আগে পাকিস্তানকে মুখোমুখি হতে হবে নির্মম বাস্তবতার। গাণিতিকভাবে তাদের সেমিফাইনালে ওঠার আশা টিকে থাকলেও বাস্তবে রীতিমতো অসম্ভব বলাই ভালো। কিন্তু ইমাম-উল-হক যেন এ অসম্ভবকেই সম্ভব করতে চান!

নিউজিল্যান্ডকে কাল হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। এতে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার আশার দৃশ্যত অপমৃত্যু ঘটেছে। বাংলাদেশের বিপক্ষে গ্রুপপর্বে শেষ ম্যাচ খেলবে দলটি। সেমিতে উঠতে সে ম্যাচে পাকিস্তানকে কেমন শর্ত পূরণ করতে হবে তার উদাহরণ দেওয়া যায়। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান আগে ব্যাট করে যদি ৩৫০ রান করে, তাহলে তাদের জিততে হবে ৩১১ রানের ব্যবধানে। ৪০০ করলে জিততে হবে ৩১৬ রানে, আর ৪৫০ করলে বাংলাদেশকে হারাতে হবে অন্তত ৩২১ রানের ব্যবধানে! কাজটা যে কতটা অসম্ভব, সেটি বোঝাতে সহায়ক হতে পারে আরেকটি তথ্য। ওয়ানডে ইতিহাসেই ২৯০ রানের বেশি ব্যবধানে জেতেনি কোনো দল!

অবশ্য টসেই নির্ধারিত হয়ে যেতে পারে পাকিস্তানের বিদায়। টস জিতে বাংলাদেশ আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলে পাকিস্তানের বিদায় নিশ্চিত হবে তখনই। এমন সমীকরণের পরও ইমাম সর্বস্ব নিংড়েই লড়াই করতে চান। অসম্ভব সমীকরণে পড়েও পাকিস্তান দলে নাকি কোনো হতাশা নেই জানিয়েছেন এ ওপেনার। সংবাদমাধ্যমকে ইমাম বলেন, ‘আমরা সেমিফাইনালে ওঠা না নিয়ে ভাবছি না। নিজেদের নিংড়ে দিয়েই সেমিফাইনালে ওঠার কথা ভাবছি আমরা। সেটি না ঘটলে ইতিবাচক ক্রিকেটই খেলতে হবে।’পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিমও লড়াইয়ের কথা বললেন, ‘বড় জয় ছাড়া আমাদের আর কোনো পথ নেই। হার-জিত নিয়ে না ভেবে দাপুটে জয়ের জন্য খেলা উচিত।’

লর্ডসে কাল বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান।