রমিজ রাজার অলৌকিকের স্বপ্ন ভেঙে গেল?

৪০০ রানের স্বপ্ন অসম্ভব নয়, মনে করেন রমিজ রাজা। ছবি: ফাইল ছবি
৪০০ রানের স্বপ্ন অসম্ভব নয়, মনে করেন রমিজ রাজা। ছবি: ফাইল ছবি
>লক্ষ্যটা পর্বতপ্রতিম হলেও রমিজ রাজার আশা ছিল, পাকিস্তান পারবে। কিন্তু ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহ নির্মাণের পথটা ক্রমেই কঠিন হয়ে উঠছে।

বাংলাদেশকে বিশাল ব্যবধানে হারানোর লক্ষ্যকে সামনে রেখে মাঠে নেমেছে পাকিস্তান। সাবেক পাকিস্তানি ক্রিকেটার এবং ধারাভাষ্যকার রমিজ রাজা অবশ্য বিশ্বাস করেন, লক্ষ্য যত বিশাল আর অসম্ভবই হোক না কেন, সেটা টপকে যাওয়ার সক্ষমতা রয়েছে সরফরাজদের।

আইসিসির উপস্থাপিকা জয়নব আব্বাসের সঙ্গে কথোপকথনে ম্যাচের আগে এই ধারাভাষ্যকার বলেন, ‘এটা অবশ্যই মিরাকল। কিন্তু কখনো কখনো তো মিরাকল হয়। বাংলাদেশকে খুব খারাপ খেলতে হবে, যদি পাকিস্তানকে জিততে হয়। এটা অনেকটা কাউকে অক্সিজেন মাস্ক ছাড়া হিমালয়ে চড়তে বলার মতো।’

নেট রান রেট নিয়ে বর্তমান সময়ে বিতর্ক চলছে। এর ন্যায্যতা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। বিষয়টি নিয়ে রমিজের ভাষ্য, ‘তারা যদি ৪০০ রান না–ও করতে পারে, অন্তত ম্যাচটা জিতে আসা উচিত। এতে করে কিছুটা সম্মান নিয়ে দেশে ফিরতে পারবে তারা। আর পাকিস্তানের খেলার প্রতি পয়েন্ট টেবিল মোটেই সুবিচার করতে পারেনি।’

এদিকে পাকিস্তান আজ নিজেদের ‘উইনিং কম্বিনেশন’ নিয়ে খেলতে নেমেছে, এতে করে শোয়েব মালিকের আর বিদায়ী ম্যাচ খেলতে মাঠে নামা হয়নি। রমিজের মতে, ‘এটা বিশ্বকাপ, কোনো প্রীতি ম্যাচ নয়। এখানে আপনার সেরা দল নিয়েই মাঠে নামতে হবে। যদিও শোয়েব পাকিস্তান ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে, তবুও বিশ্বকাপে প্রতিটি ম্যাচে আপনাকে ইনফর্ম খেলোয়াড়দের নিয়েই খেলতে হবে। তবে হয়তো আসিফ আলী বা মোহাম্মদ হাসনাইনের মতো তরুণদের একটা সুযোগ দেওয়া যেত; তারা জিম আর অনুশীলন ছাড়া কিছুই করার সুযোগ পাচ্ছে না।’

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশি বোলাররা দারুণ নিয়ন্ত্রিত বোলিং করে পাকিস্তানি ব্যাটসম্যানদের বেঁধে রেখেছে। বিশেষভাবে মেহেদী হাসান মিরাজের বোলিংয়েই রানের চাকা অচল হয়ে গিয়েছিল পাকিস্তানের। নিজের প্রথম পাঁচ ওভারের স্পেলে মাত্র ৯ রান দিয়েছেন এই অফ স্পিনার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩১ ওভারে ১ উইকেটে ১৬৬ রান।